বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মাটি ফুঁড়ে বেরলো ‘উর্বি’, শেষ হল ইস্ট - ওয়েস্ট মেট্রোর একটি সুড়ঙ্গের কাজ

মাটি ফুঁড়ে বেরলো ‘উর্বি’, শেষ হল ইস্ট - ওয়েস্ট মেট্রোর একটি সুড়ঙ্গের কাজ

শুক্রবার শিয়ালদহ স্টেশনে সবেমাত্র মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে ‘উর্বী’। উজ্জাপনে সুড়ঙ্গ নির্মাণ সংস্থার কর্মীরা। 

মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে এদিন নির্মিয়মান স্টেশনে হাজির ছিলেন KMRCL ও ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্মীরা। মহাসমারহে উর্বীকে স্বাগত জানান তাঁরা।

কলকাতাবাসীর কয়েক দশকের অপেক্ষার অবসান। শুক্রবার বড় একটা ধাপ পেরলো ইস্ট-ওয়েস্ট মেট্রো। শেষ ইস্ট – ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভমুখি সুড়ঙ্গের কাজ। এদিন শিয়ালদহে নির্মিয়মান স্টেশনে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে সুড়ঙ্গ খননকারী যন্ত্র উর্বী। এর ফলে সুড়ঙ্গপথে জুড়ে গেল হাওড়া ময়দানের সঙ্গে ফুলবাগান। 

গত কয়েক দশকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে প্রকল্পের কাজের গুরুত্বপূর্ণ অংশ এদিন শেষ করলেন ইঞ্জিনিয়াররা। কখনো রাজনৈতিক স্বার্থ, কখনো ব্যক্তিগত প্রত্যাশা বাধা হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্পের। যার ফলে বার বার থমকে গিয়েছে প্রকল্প। গত সেপ্টেম্বরে বউবাজার বিপর্যয়ের পর প্রকল্পের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যায়। আদালতের জট কাটিয়ে ফের এগোতে শুরু করে উর্বী। অবশেষে এই পর্বে শেষ হল তার যাত্রা। 

গত রবিবার শিয়ালদহ ফ্লাইওভারের নীচ দিয়ে সুড়ঙ্গ খোড়ার কাজ করে উর্বী। তার জেরে ৩ দিন বন্ধ ছিল বিদ্যাপতি সেতু। তার পরই মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয় শুক্রবার শেষ হবে এই পর্বে সুড়ঙ্গ খোড়ার কাজ। 

মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে এদিন নির্মিয়মান স্টেশনে হাজির ছিলেন KMRCL ও ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্মীরা। মহাসমারহে উর্বীকে স্বাগত জানান তাঁরা। সুড়ঙ্গের কাজ শেষ হতেই মাটির নীচে ওড়ানো হয় জাতীয় পতাকা। 

KMRCL সূত্রে জানা গিয়েছে, বউবাজারে টানেল বোরিং মেশিন চণ্ডী আটকে পড়ায় উর্বীকে দিয়েই শিয়ালদহ – বউবাজার পর্যন্ত অপর সুড়ঙ্গ খোড়ার কাজ করা হবে। তার পর এক বিশাল গহ্বর তৈরি করে তুলে ফেলা হবে যন্ত্রদুটিকে। ইতিমধ্যে বউবাজারে তৈরি করা হয়েছে সেই গহ্বর। 

এদিন উর্বী শিয়ালদহে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই পাতালপথে জুড়ে গেল ফুলবাগানের সঙ্গে হাওড়া ময়দান। যার মোট দূরত্ব প্রায় ১০.৩ কিলোমিটার। 

 

বাংলার মুখ খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.