বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Howrah Maidan to Esplanade metro date: চারদিন পরেই গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু? কোন স্টেশনে যেতে কত ভাড়া? দেখুন তালিকা

Howrah Maidan to Esplanade metro date: চারদিন পরেই গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু? কোন স্টেশনে যেতে কত ভাড়া? দেখুন তালিকা

ঝাঁ-চকচকে ইস্ট-ওয়েস্ট মেট্রো, উদ্বোধনের অপেক্ষায় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ। (ছবি সৌজন্যে Kolkata Metro)

উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ। সংশ্লিষ্ট মহলের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে চারদিন পরেই গঙ্গার তলা দিয়ে মেট্রোর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগে দেখুন ভাড়ার তালিকা।

চারদিন পরেই কি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের উদ্বোধন হতে চলেছে? কলকাতা মেট্রো বা প্রধানমন্ত্রী দফতরের তরফে বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও আপাতত সেই সম্ভাবনাই প্রবল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ আগামী বুধবার (৬ মার্চ) ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন বারাসতে তাঁর সভা করার কথা আছে। তার সপ্তাহখানেক পরেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে বলে কানাঘুষো চলছে। সেই পরিস্থিতিতে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে সম্ভবত সেটাই মোদীর শেষ বঙ্গ সফর হতে চলেছে। আর সেই দিনেই মোদী ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি অংশ এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশের উদ্বোধন করতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

একইসঙ্গে কলকাতার তিনটি মেট্রো লাইনের উদ্বোধনের কথা থাকলেও ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ নিয়েই বেশি উন্মাদনা তৈরি হয়েছে। কারণ ৪.৮ কিলোমিটার অংশের মধ্যেই ৫২০ মিটার লাইন গঙ্গার তলা দিয়ে গিয়েছে। যা ভারতে প্রথম। আর সেই অভিজ্ঞতা অর্জনের জন্য তর সইছে না মানুষের। যত দ্রুত সম্ভব, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করার সওয়াল করেছেন তাঁরা।

যদিও ওই অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু করার জন্য এখনও পর্যন্ত চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গের চূড়ান্ত অনুমোদন এসে পৌঁছায়নি। নিউ গড়িয়া-রুবি মেট্রোকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হলেও এখনও সেই সৌভাগ্য হয়নি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ এবং মাঝেরহাট মেট্রোর। সেই বিষয়টি নিয়ে অবশ্য বেশি ঘামাচ্ছে না মেট্রো কর্তৃপক্ষ। কারণ চূড়ান্ত অনুমোদন আসা স্রেফ সময়ের অপেক্ষা বলে সূত্রের খবর।

হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোয় পরিষেবার সময়

মেট্রো সূত্রে খবর, কর্মদিবসে সকাল সাতটা থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে পরিষেবা শুরু করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কমপক্ষে রাত ন'টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো চালানো হবে বলে ঠিক করা হয়েছে। ১৫ মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো। 

আরও পড়ুন: East-West Metro underwater tunnel: নদীর তলায় মিলল ‘গঙ্গাজলের’ আশীর্বাদ, মেট্রোর ট্রায়াল রানের সাক্ষী HT Bangla

উল্লেখ্য, আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ অংশে সকাল ৬ টা ৫৫ মিনিট থেকে মেট্রো পরিষেবা চালু হয়। সেইসময় প্রথম মেট্রো ছাড়ে। আর দিনের শেষ মেট্রো ছাড়ে রাত ৯ টা ৪০ মিনিটে। রাত ১০ টা পর্যন্ত পরিষেবা চালু থাকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশেও সেরকম সূচি মেনেই পরিষেবা চালু করা হতে পারে বলে সূত্রের খবর।

ভাড়ার তালিকা

১) প্রাথমিকভাবে খবর, হাওড়া থেকে হাওড়া ময়দান থেকে যেতে ভাড়া লাগবে পাঁচ টাকা। 

২) হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর এবং নোয়াপাড়া যেতে খরচ পড়বে ৩০ টাকা।

৩) হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজার যেতে খরচ পড়বে ২৫ টাকা।

৪) হাওড়া থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোড: ২০ টাকা।

৫) হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দান: ১৫ টাকা।

৬) হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক: ২০ টাকা।

৭) হাওড়া থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ) এবং নেতাজি (কুঁদঘাট): ২৫ টাকা।

৮) হাওড়া থেকে মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী), গীতাঞ্জলি (নাকতলা), কবি নজরুল (গড়িয়া বাজার), শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) এবং কবি সুভাষ (নিউ গড়িয়া): ৩০ টাকা।

৯) হাওড়া থেকে সত্যজিৎ রায়: ৩৫ টাকা।

১০) হাওড়া থেকে জ্যোতিরিন্দ্র নন্দী এবং কবি সুকান্ত: ৪০ টাকা।

১১) হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়): ৫০ টাকা।

আরও পড়ুন: গঙ্গার নীচে দিয়ে যাবে মেট্রো, ফোনের নেটওয়ার্ক কি মিলবে? সত্যিটা জানুন

বাংলার মুখ খবর

Latest News

বেলজিয়ামে ধৃত মেহুল চোকসিকে কি ভারতে ফেরানো যাবে? কী বলছে MEA? ১৮ বছর পর রাহু-মঙ্গলের ষড়াষ্টক যোগ, ৩ রাশির বাড়বে সমস্যা, সম্পর্কে আসবে জটিলতা ‘জাট’ নিয়ে আইনি বিপাকে, সানি, রণদীপ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হল FIR দেশে বামপন্থার হাল কেমন?‌ পরিস্থিতি জানাতে জিনপিংয়ের দেশে যাচ্ছে ফরওয়ার্ড ব্লক ফের সংঘাত রাহুল দ্রাবিড় এবং সঞ্জু স্যামসনের! খেসারত দিচ্ছে রাজস্থান রয়্যালস? ‘‌জনবিরোধী এনডিএ সরকার স্বাস্থ্যে জিএসটি বসিয়েছে’‌, খোঁচা দিলেন অভিষেক ২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউরকে নিয়ে পাকিস্তানকে 'রিমাইন্ডার' দিল ভারত ‘রেড লাইটে এলাকা থেকে ছেলেটিকে তুলে আনি,ওর মা ভেবেছিল…!পরে ও জাতীয় পুরস্কার পায়’ জাপানি মহিলাকে বীর্য মাস্কের! সন্তানদের ফৌজ গড়তে তৎপরতা কীভাবে 'প্রেম' দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের? কোথায় প্রথম দেখা দু'জনের?

Latest bengal News in Bangla

দেশে বামপন্থার হাল কেমন?‌ পরিস্থিতি জানাতে জিনপিংয়ের দেশে যাচ্ছে ফরওয়ার্ড ব্লক ‘‌জনবিরোধী এনডিএ সরকার স্বাস্থ্যে জিএসটি বসিয়েছে’‌, খোঁচা দিলেন অভিষেক কীভাবে 'প্রেম' দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের? কোথায় প্রথম দেখা দু'জনের? বিধায়করা এবার থেকে কত টাকা পাবেন চশমার বিল বাবদ?‌ অঙ্ক বেঁধে দিল বিধানসভা ‘গরুর দুধ থেকে সোনা’ খুঁজে পাওয়া দিলীপের বিয়েতে স্বস্তি মায়ের, মেনুতে কি থাকছে? সীমান্ত এলাকায় যেখানে হিন্দু কম, সেখানে তাঁদের অস্ত্র রাখতে দেওয়া হোক: শুভেন্দু গবাদি পশুদের মধ্যে বাড়ছে ‘লাম্পি স্কিন ডিজিজ’, রাজ্যজুড়ে টিকা দেবে সরকার ক্যাবে করে দিল্লি থেকে কলকাতা, ভাড়া না মিটিয়ে চম্পট দিল যুবক, বিপাকে চালক ‘টাকার লোভে নেতাদের পিছনে ঘুরে বেড়ায় পুলিশ’ ক্ষুব্ধ অরূপের মন্তব্যে বিতর্ক আছে ২৫ বছর বয়সি এক ছেলে, কে দিলীপ ঘোষের এই হবু স্ত্রী রিঙ্কু মজুমদার?

IPL 2025 News in Bangla

ফের সংঘাত রাহুল দ্রাবিড় এবং সঞ্জু স্যামসনের! খেসারত দিচ্ছে রাজস্থান রয়্যালস? 'পুরানো সেই দিনের কথা…', চাহালে মজে! অতীতে ফিরে গেলেন প্রীতি গ্লেন ফিলিপসের বদলি হিসেবে লঙ্কান অলরাউন্ডারকে নিল GT! আগে কখনও IPL-এ খেলেননি! রোহিত শর্মার টানা ব্যর্থতায় অসন্তুষ্ট বীরেন্দ্র সেহওয়াগ! বললেন, ‘যাওয়ার বয়স এখন’ ওয়াংখেড়েতে 'টেস্ট খেললেন' ট্র্যাভিস হেডরা, একাধিক ক্যাচ ছেড়েও ম্যাচ জিতল MI ২বার ক্যাচ আউট হয়েও বাঁচলেন হেড! SRHকে হতাশ করে ২৮ বলে করলেন মাত্র ২৯! IPL-এ SRH-র বিরুদ্ধে গোড়ালিতে চোট! উঠে দাঁড়িয়েই অভিষেককে আউট করলেন হার্দিক প্রথম বলেই আগুনে ফর্মে থাকা অভিষেকের ক্যাচ মিস, আশঙ্কার কালো মেঘে ঢাকে MI-র আকাশ টিম ইন্ডিয়ার চাকরি খুইয়ে KKR-এ ফিরবেন পুরনো কোচ? টি দিলীপের ভবিষ্যৎ কী হবে? স্টার্কের মাস্টারক্লাস বোলিংয়ে নতি স্বীকার DC-র! অতীত ভুলে অজির প্রশংসায় যশস্বী

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.