সম্প্রতি রাজ্যে নারী নির্যাতনের বেশ কয়েকটি অভিযোগ সামনে এসেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সর প্রশ্ন উঠেছে। এই আবহে অপরাধ দমনে কড়া পদক্ষেপ করল রেল। মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে গত ৬ দিনে ৩৩৫ জনকে গ্রেফতার করেছে পূর্ব রেল। আর সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে রেলের বুকিং ক্লার্কদের বিরুদ্ধে। বুকিং কাউন্টারেই মধ্যেই মদ্যপানের অভিযোগ উঠেছিল। সেই ঘটনা সামনে আসতেই কড়া পদক্ষেপ করা হয়েছে তাদের বিরুদ্ধ।
আরও পড়ুন: বৃষ্টির জল ধরে রেখেই পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন, অপচয় রুখতে নজিরবিহীন উদ্যোগ
জানা গিয়েছে, হাওড়ার মেন বুকিং কাউন্টারে কর্তব্যরত অবস্থায় মদ্যপানের অভিযোগ উঠেছিল ৬ বুকিং ক্লার্কের বিরুদ্ধে। কয়েকদিন আগে কাউন্টার পরিদর্শনে গিয়েছিলেন এক ইন্সপেক্টর। তিনি সেখানে গিয়ে দেখেন বুকিং কাউন্টারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। এরপর ওই ইন্সপেক্টর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এর পরে তদন্ত শুরু হয়। তাতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ৬ বুকিং ক্লার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হাওড়া ডিভিশন। ৬ জন বুকিং ক্লার্ককে বদলি করে দেওয়া হয় অন্যত্র। এই ঘটনার পরে কড়া বার্তা দিয়েছে হাওড়া ডিভিশন। রেলের তরফে বলা হয়েছে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যাবে না। আগামীদিনে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেজন্য এই কড়া পদক্ষেপ বলে রেলের তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, পুজো এলেই ভিড়ের সুযোগ নিয়ে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ বা শ্লীলতাহানির ঘটনা বেশি ঘটে থাকে। এই অবস্থায় পুজোয় মহিলাদের নিরাপত্তা দিতে প্রতিবারই কলকাতা ও রাজ্য পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হয়। তেমনি রেলের তরফেও নজরদারি বাড়ানো হয়ে থাকে। এবারও পুজো উপলক্ষে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও, অপারেশন উমেন্স সেফটির অধীনে বিশেষ বাহিনী মোতায়েন করে নজরদারি চালানো হচ্ছে রেলের তরফে।
জানা গিয়েছে, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, শ্লীলতাহানির অভিযোগে গত ৬ দিনে যে ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে শিয়ালদা থেকে। এছাড়াও, বাকিদের অন্যান্য ডিভিশন থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ২৩ হাজার টাকা জরিমানা হয়েছে। তাছাড়া, দুর্গাপূজা উপলক্ষে শিয়ালদা, মালদা, হাওড়া, আসানসোল ডিভিশনে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। বেশি সংখ্যায় আরপিএফ মোতায়েন করা হয়েছে। আর সেই সঙ্গে মহিলা কামড়ায় পুরুষরা উঠলেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে।