আগামী ১২ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা ‘পুরোপুরি’ বন্ধ থাকবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিলোমিটার অংশে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সেজন্য ১২ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত (গ্রিন লাইন-২) পরিষেবা বন্ধ থাকবে। আর রবিবার হওয়ায় এমনিতেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত (গ্রিন লাইন-১) পরিষেবা মেলে না। ফলে আগামী দুটি রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
‘মূল্য দিতে হবে’ স্বপ্নপূরণের জন্য
অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে যাঁরা যাতাযাত করেন, তাঁদের কিছুটা সমস্যা পোহাতে হবে। কিন্তু সংশ্লিষ্ট মহলের মতে, বড়সড় স্বপ্নপূরণের জন্য কিছুটা মূল্য তো চোকাতে হবে যাত্রীদের। কারণ ১২ এবং ১৯ জানুয়ারি যে পরীক্ষা-নিরীক্ষা চালাবে মেট্রো কর্তৃপক্ষ, সেটার একটাই লক্ষ্য। আর সেটা হল যে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করা।
কী এমন পরীক্ষা চলবে? এত গুরুত্বপূর্ণ কেন?
আর সেই বাণিজ্যিক পরিষেবা শুরু করার জন্য আগামী দুটি রবিবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত 'কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল' (সিবিটিসি) সিস্টেম খতিয়ে দেখার জন্য ইন্টারলকিং টেস্ট হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিমি অংশে পরিষেবা চালু করার জন্য সেই সিস্টেম ঠিকভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো সিস্টেমকে একই বিন্দুতে নিয়ে আসতে হবে। তবেই মসৃণভাবে পরিষেবা মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিমি অংশে।
তারপর আরও বড় 'পরীক্ষা' অপেক্ষা করে আছে
তবে সিবিটিসি সিস্টেম সফল হলেই যে পুরো অংশে মেট্রো চালু হয়ে যাবে, তা নয়। ওই সিস্টেম একেবারে ঠিকঠাক কাজ করছে বলে মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত হলে তবে 'পরীক্ষা'-য় বসার আবেদন করবে। দুটি পরীক্ষায় বসতে হবে। প্রথম 'পরীক্ষা'-য় পাশ করলে তবেই কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) পরিদর্শনে আসবেন। সিআরএসের অনুমোদন মিললে তবেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশে পরিষেবা চালু হয়ে যাবে। দেড় দশকেরও বেশি সময়ের অপেক্ষার পরে জুড়ে যাবে পুরো ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর।
আর বাকি ২.৫ কিমি মেট্রোপথ
আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি অংশে পরিষেবা চালু আছে - হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা। শুধুমাত্র শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২.৫ কিলোমিটার অংশে পরিষেবা চালু হয়নি।