নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার অয়ন শীলের ছেলে অভিষেকের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের ১ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। ইমনকে জেরা করে এই সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ইমন কোথা থেকে এই সম্পত্তির মালিক হলেন তার ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।
গত ১৯ মার্চ অয়ন শীলের গ্রেফতারির পর থেকেই ইডির নজরে ছিল অয়নের ছেলে অভিষেক ও তাঁর বান্ধবী ইমনের ভূমিকা। উত্তরপাড়ার বাসিন্দা ইমনের বাবা আবার রাজ্যের নগরোন্নয়ন দফতরের প্রাক্তন যুগ্ম অধিকর্তা। ইমনের সঙ্গে যৌথ মালিকানায় অয়নের ছেলে একাধিক ব্যবসায় যুক্ত রয়েছেন বলে জানা যায়। তার মধ্যে রয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে একটি পেট্রোল পাম্প ও ‘ফসিলস’ নামে একটি সংস্থা।
গত সপ্তাহে ইমন বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন তদন্তকারীরা। সেখানে তাঁকে বেশ কয়েক ঘণ্টা জেরা করেন তাঁরা। তদন্তে ইমন স্বীকার করেছেন, অন্তত ১ কোটি টাকা সম্পদের মালিক তিনি। দক্ষিণ কলকাতায় তাঁর নামে অয়ন শীল ১ কোটি টাকা দামের ফ্ল্যাট কিনেছিলেন বলে জানিয়েছেন ইমন। কেন ফ্ল্যাট কেনা হয়েছিল তা জানা নেই বলে দাবি করেছেন তরুণী। এমনকী অয়ন শীলের থেকে পাওয়া সমস্ত টাকা ফেরাতে তিনি রাজি বলে দাবি করেছেন ইমন। এমনকী বিভিন্ন সময় অয়ন তাঁকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নথিতে সই করিয়েছেন।
তদন্তকারীরা মনে করছেন নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের কালো টাকা সাদা করেছেন ছেলে অভিষেক ও তাঁর বান্ধবী ইমন। বিভিন্ন ভাবে তারা নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগ করেছেন বলে মনে করছেন তাঁরা। ইমনকে জেরা করে এব্যাপারে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। সঙ্গে এই দুর্নীতিতে ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি বাবা বা মেয়ে।
গোয়েন্দারা মনে করছেন, ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায় অয়ন শীলকে পুরসভায় নিয়োগের টেন্ডার পেতে সাহায্য করেছিলেন। বদলে দুর্নীতির টাকার বখরা মেয়ের মাধ্যমে বাবাকে পৌঁছে দিয়েছেন অয়ন শীল।