বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > তৃণমূল ভবনে মুকুল, বললেন ED - CBI করে ভোটে কারও লাভ হবে না

তৃণমূল ভবনে মুকুল, বললেন ED - CBI করে ভোটে কারও লাভ হবে না

মুকুল রায়। ফাইল ছবি (HT_PRINT)

তৃণমূল ভবনে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল। তিনি বলেন, আইন আইনের পথে চলবে। ইডি রেইড করছে করুক। এতে কারও কোনও লাভ হবে না। এর পর জানা যায়, আগামী ৮ সেপ্টেম্বর তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে হাজির থাকবেন মুকুল রায়।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি কি তৃণমূলে মুকুল রায়ের দ্বিতীয় ইনিংস খেলার রাস্তা প্রসস্ত করে দিল? দীর্ঘদিন পর পঞ্চায়েত ভোটের মুখে কি ফের সক্রিয় হতে চলেছেন মুকুল? সোমবার তৃণমূল ভবনে তাঁর উপস্থিতিতে শুরু হল নতুন জল্পনা।

সোমবার দুপুরে তৃণমূল ভবনে হাজির হন মুকুল রায়। দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাকে। তাঁর শারীরিক অবস্থা নিয়েও জল্পনা চলছিল। এই পরিস্থিতিতে তৃণমূল ভবনে মুকুলের আগমন ও সুব্রত বক্সির সঙ্গে তাঁর বৈঠক নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছে। তবে কি পঞ্চায়েত ভোটের আগে সক্রিয় রাজনীতিতে ফিরছেন মুকুল?

ভোটে সন্ত্রাস ছড়াতেই মজুত করা হয়েছিল বোমা, লোকপুর বিস্ফোরণের চার্জশিটে বলল NIA

এদিন তৃণমূল ভবনে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল। তিনি বলেন, আইন আইনের পথে চলবে। ইডি রেইড করছে করুক। এতে কারও কোনও লাভ হবে না। এর পর জানা যায়, আগামী ৮ সেপ্টেম্বর তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে হাজির থাকবেন মুকুল রায়।

তবে কি তৃণমূলের রাজনীতিতে প্রত্যাবর্তন ঘটতে চলেছে মুকুলের? অনেকের মতে তা অসম্ভব নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা অত্যন্ত আস্থাভাজন ছিলেন মুকুল রায়। সারদাকাণ্ডে তাঁর বিরুদ্ধে মোটা টাকা পাচারের অভিযোগ উঠেছিল। এই একই অভিযোগে দলের অন্য অনেক নেতা গ্রেফতার হলেও মুকুল গ্রেফতার হননি। বিজেপিতে যোগদান করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও গোপন কথা তিনি কেন্দ্রীয় এজেন্সিদের ফাঁস করে দেননি। এর পর তৃণমূলে ফিরে এলেও নিষ্ক্রিয় ছিলেন মুকুল। এবার তাঁকে মূলধারায় ফিরিয়ে মমতা পার্থকে বার্তা দিতে পারেন।

 

বন্ধ করুন