বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ED Raid in Home of 'Kalighater Kaku': অভিষেকের সিবিআই জেরার দিনই ‘কালীঘাটের কাকু’র বাড়িতে ইডি হানা

ED Raid in Home of 'Kalighater Kaku': অভিষেকের সিবিআই জেরার দিনই ‘কালীঘাটের কাকু’র বাড়িতে ইডি হানা

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ (HT_PRINT)

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বাড়িতে সকাল ছ'টা নাগাদ হানা দেন ইডি কর্তারা। সুজয়বাবুর বেহালার বাড়ি ছাড়াও পাশেই ফকির পাড়াতে অবস্থিত একটি অফিসেও অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, অফিসটি একটি একটি কনসাল্টেন্সি সংস্থার।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এবার সুজয় ভদ্রের বাড়িতে ইডি। শনির সকাল সকাল তাঁর বেহালার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এর আগে সিবিআই তাঁর বাড়িতে হানা দিয়েছিল এই মাসের প্রথম দিকে। আর আজ সকাল ৬টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছে যান ইডি কর্তারা। উল্লেখ্য, এই সুজয়বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার দেখভাল করেন বলে নিজে মুখেই স্বীকার করেছেন সংবাদমাধ্যমের কাছে। একাধিকবার কেন্দ্রীয় সংস্থা তাঁকে তলবও করেছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডের আগেও পাচারের মামলায় তাঁকে জেরা করা হয়েছিল। আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরা করবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। এই আবহে আজকে সকালে সুজয়বাবুর বাড়িতে ইডি হানা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, 'কালীঘাটের কাকু' হিসেবে পরিচিত সুজয়বাবুর নাম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়ায় গোপাল দলপতির সৌজন্যে। এরপরই তাঁকে নিয়ে রাজ্য জুড়ে চর্চা শুরু হয়েছিল। পরে তাপস মণ্ডলের মুখেও শোনা গিয়েছিল তাঁর নাম। এই আবহে সিবিআই তাঁকে জেরা করেছিল। তাঁর বাড়িতে হানা দিয়ে নগদ টাকা এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটি অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করেছিল। যদিও সেই সময় সুজয়বাবু দাবি করেছিলেন, সেই অ্যাডমিট কার্ড তাঁর শালির ছেলের। এছাড়াও সুজয়বাবুর দুটো ফোনও বাজেয়াপ্ত করেছিল সিবিআই।

এদিকে আজকে 'কালীঘাটের কাকু'র বাড়ি ছাড়াও তাঁর বাড়ির পাশে ফকির পাড়াতেই একটি অফিসে হানা দিয়েছে ইডি। জানা গিয়েছে, যে অফিসে হানা দেওয়া হয়েছে সেটি একটি কনসাল্টেন্সি সংস্থার। এই আবহে নিয়োগ দুর্নীতির সঙ্গে এই সংস্থার যোগ নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে আজকের দিনে অভিষেকের অফিসের কর্মচারী সুজয়বাবুর বাড়িতে ইডি হানা দেওয়ায় রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেককে জেরা করবে সিবিআই। আদালতের অনুমতিতেই এই জেরা হবে। নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরা দিতে গতকাল রাতেই কলকাতায় ফিরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জন্য বাঁকুড়ায় ছিলেন। আজ সকাল ১১টা নাগাদ অভিষেকের নিজাম প্যালেসে যাওয়ার কথা। এর জন্য নিজাম প্যালেসকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.