বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পর্ষদ কর্মীর সল্টলেকের ফ্ল্যাটে তল্লাশিতে ED, নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়

পর্ষদ কর্মীর সল্টলেকের ফ্ল্যাটে তল্লাশিতে ED, নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়

পর্ষদকর্মীর বাড়িতে ইডির হানা

এর আগে অয়ন শীল নামে এক প্রমোটারকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনিও নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত বলে অভিযোগ। তবে সেই অয়ন শীল ও তার স্ত্রীর একাধিক ব্যাঙ্ক লকারের সন্ধান মিলছে বলে খবর। একেবারে কোটি কোটি লেনদেনের অভিযোগ উঠেছে।

এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মী আধিকারিকদের একাংশ ইডির রেডারের নীচে। এবার অ্য়াকাউন্টস বিভাগে কর্মরত অর্ণব বসুর বাড়িতে ইডি হানা দেয় বলে খবর। মূলত ওই কর্মী চাকরি চুরি সংক্রান্ত কোনও অনিয়মের সঙ্গে যুক্ত কি না সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে শেষ পর্যন্ত সেই তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া গিয়েছে কি না সেটা জানা যায়নি।

তবে নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে ইতিমধ্য়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সেই বিপুল টাকার পাহাড় দেখে কার্যত হতবাক হয়ে গিয়েছিল গোটা বাংলা। তবে এটাই একমাত্র নয়। তৃণমূলের একাধিক নেতাকে নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তবে তাৎপর্যপূর্ণভাবে শুধু তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করাই নয়, শিক্ষা দফতরের পদস্থ আধিকারিকরাও আজ নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে গরাদের আড়ালে। এমনকী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যও এই নিয়োগ কেলেঙ্কারির জেরে জেলে চলে গিয়েছেন। একেবারে পেঁয়াজের খোসার মতো একের পর এক দুর্নীতির কথা সামনে আসছে ক্রমশ। তার মধ্য়েই এবার প্রাথমিক শিক্ষা পর্যদের কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

এদিকে এর আগে অয়ন শীল নামে এক প্রমোটারকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনিও নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত বলে অভিযোগ। তবে সেই অয়ন শীল ও তার স্ত্রীর একাধিক ব্যাঙ্ক লকারের সন্ধান মিলছে বলে খবর। একেবারে কোটি কোটি লেনদেনের অভিযোগ উঠেছে। বিপুল সম্পত্তির হদিশ মিলছে ধাপে ধাপে। তবে তার পরিবারের সদস্যদের দাবি, তারা এসবের কিছু জানতেন না। ঠিক যেমন করে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীও দাবি করেছেন তিনি এসবের কিছু জানতেন না। তবে সূত্রের খবর, সবটাই খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

তবে এবার অন্য একটি মামলায় সল্টলেকের দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। মঙ্গলবার ভোরেই সেখানে পৌঁছে গিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সল্টলেকের দুটি বাড়িতে একেবারে ম্যারাথন তল্লাশি চালায় ইডি।

তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, এক্ষেত্রে অবশ্য নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে বিষয়টি সম্পর্কযুক্ত নয়। ওই বাড়িতে যে দুজন ব্যবসায়ী রয়েছেন তারা সম্পর্কে পরস্পরের ভাই। মুম্বইয়ের ইডির একটি মামলার সূত্র ধরে সল্টলেকের ওই দুই বাড়িতে তল্লাশি চালানো হয়। মূলত তাদের সঙ্গে সম্ভবত হাওয়ালা যোগ রয়েছে। সেই অভিযোগ সম্পর্কে আরও তথ্য পাওয়ার জন্য এই অভিযান চালানো হয়।

 

বন্ধ করুন