বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ED Raid on Kolkata Company: কলকাতায় বেসরকারি সংস্থার অফিসে টাকা গোনার মেশিন নিয়ে অভিযানে ED, বাড়ছে ধোঁয়াশা

ED Raid on Kolkata Company: কলকাতায় বেসরকারি সংস্থার অফিসে টাকা গোনার মেশিন নিয়ে অভিযানে ED, বাড়ছে ধোঁয়াশা

ছয় ঘণ্টার ইডি অভিযান ঘিরে ধোঁয়াশা

কলকাতার এজেসি বোস রোডে ২২৭ আনন্দলোক বিল্ডিংয়ে এক সংস্থার অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। ছয় ঘণ্টার ইডি অভিযান ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মধ্য কলকাতায় এজেসি বোস রোড সংলগ্ন এলাকায় এক বেসরকারি সংস্থার অফিসে গতকাল সন্ধ্যায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারী আধিকারিকরা। বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালানো হয় সেই অফিসে। তল্লাশি অভিযান শুরু পরে সেখানে এক ব্যাঙ্ক আধিকারিককে পৌঁছতে দেখা যায়। বিল্ডিংয়ে ঢওকার সময় সেই আধিকারিকদের হাতে টাকা গোনার মেশিন দেখা গিয়েছিল। যা নিয়ে শুরু হয় জল্পনা। তবে সেই তল্লাশি অভিযান কত টাকা উদ্ধার হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

সোমবার বিকেলে কলকাতার এজেসি বোস রোডে ২২৭ আনন্দলোক বিল্ডিংয়ে এক সংস্থার অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, এই সংস্থাটি মূলত ব্যাংকিং ম্যানেজমেন্ট, মার্চেন্ট ব্যাঙ্কিং, কর্পোরেট ফিনান্স এবং একাধিক শেয়ার কেনাবেচার কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ইডি-র গোয়েন্দারা ওই অফিসের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে সেখানে তল্লাশি চালানো হয়। প্রায় ৬ ঘণ্টা তল্লাশির পর বেরিয়ে আসেন আধিকারিকরা। অনুমান করা হয় বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় সেই অফিস থেকে। তবে কত টাকা উদ্ধার হয়েছে, কোন মামলায় তল্লাশি অভিযান চালানো হয়েছে, এই বিষয়ে কিছুই জানা যায়নি।

রিপোর্ট অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেল ৪টে থেকে এই তল্লাশি অভিযান শুরু হয় গতকাল। চলে প্রায় রাত ১০টা পর্যন্ত। ইডির দাবি, বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে এই সংস্থার অফিস থেকে। এই বিপুল পরিমাণ অর্থের উৎস জানতে সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলেও কোনও সদুত্তর মেলেনি। অফিসের নথিপত্রও খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা। গোয়েন্দাদের অনুমান একাধিক বেআইনি লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছে সংশ্লিষ্ট এই সংস্থাটি।

বন্ধ করুন