বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পুরসভায় চার লাখে বিক্রি হয়েছে মজদুরের চাকরি, ৭ লাখে গ্রুপ সি

পুরসভায় চার লাখে বিক্রি হয়েছে মজদুরের চাকরি, ৭ লাখে গ্রুপ সি

শনিবার রাতে ইডির পাহারায় বিধাননগরের বাড়িতে ঢুকছেন অয়ন শীল। 

আদালতে ইডি জানিয়েছে, রাজ্যের ৬০টি পুরসভায় চাকরি বিক্রির প্রমাণ তাঁরা পেয়েছে। মজদুর থেকে গ্রুপ সি কর্মী, সমস্ত পদে চাকরি বিক্রি হয়েছে। চাকরি বিক্রির জন্য রীতিমতো পদ অনুসারে দরের তালিকা তৈরি করেছিলেন অয়নরা।

SSC নিয়োগ দুর্নীতির তদন্তে শান্তনুঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের দফতরে তল্লাশি চালিয়ে পুরসভায় নিয়োগে দুর্নীতির প্রমাণ পেয়েছে ইডি। সোমবার ধৃত অয়নকে আদালতে পেশ করে এমনই দাবি করেছে ইডি। সঙ্গে তদন্তকারী সংস্থার পক্ষে আদালতে দাবি করা হয়েছে, দর ঠিক করে চাকরি বিক্রি হয়েছে রাজ্যের অন্তত ৬০টি পুরসভায়। মোট ৫০০০টি পদে চাকরি বিক্রি করে অন্তত ৫০ কোটি টাকা তুলেছেন অয়ন শীল।

আদালতে ইডি জানিয়েছে, রাজ্যের ৬০টি পুরসভায় চাকরি বিক্রির প্রমাণ তাঁরা পেয়েছে। মজদুর থেকে গ্রুপ সি কর্মী, সমস্ত পদে চাকরি বিক্রি হয়েছে। চাকরি বিক্রির জন্য রীতিমতো পদ অনুসারে দরের তালিকা তৈরি করেছিলেন অয়নরা। সেই তালিকা অনুসারে মজদুর, পরিচ্ছন্নতা কর্মী, গাড়ি চালক ও গ্রুপ ডি পদের জন্য দর বাঁধা ছিল ৪ লক্ষ টাকা। টাইপিস্ট, গ্রুপ সি পদের দর ছিল ৭ লক্ষ টাকা। বিভিন্ন পুরসভার পরীক্ষার আসল নথি উদ্ধার হয়েছে অয়নের অফিস থেকে।

ইডির তরফে জানানো হয়েছে, অয়ন শীলের সংস্থাই কলেজ স্ট্রিটের একটি প্রেস থেকে OMR শিট ছাপাত।তারাই পরীক্ষা নিত, আবার তারাই টাকার বিনিময়ে নিয়োগ করত। নিয়োগ দুর্নীতি হয়েছে এমন ৭টি পুরসভার নাম প্রকাশ্যে এসেছে। সেগুলি হল, ‘পানিহাটি, কামারহাটি, বরাহনগর, রানাঘাট, উত্তর দমদম, দক্ষিণ দমদম ও দমদম পুরসভা’।

সোমবার আদালতে গীতার স্লোক পাঠ করে ইডির আইনজীবী বলেন, একমাত্র শ্রীকৃষ্ণই আমাদের পথ দেখাতে পারবেন।

নিয়োগ দুর্নীতির কথা অস্বীকার করেছেন একাধিক পুরসভার পুরপ্রধান। তাদের দাবি, নিয়ম মেনে তৃতীয় কোনও সংস্থাকে নিয়োগপ্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। কাউন্সিলরদের নিয়ে গঠন করা হয়েছিল বিশেষ কমিটি।

 

বন্ধ করুন