বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TET scam: মানিক ঘনিষ্ঠ তাপসকে আবারও ইডির তলব, ডিএলএড দুর্নীতিতে তথ্য পেতে চান গোয়েন্দারা

TET scam: মানিক ঘনিষ্ঠ তাপসকে আবারও ইডির তলব, ডিএলএড দুর্নীতিতে তথ্য পেতে চান গোয়েন্দারা

তাপস মণ্ডল। ফাইল ছবি

মূলত ডিএলএড কলেজগুলিতে দুর্নীতি নিয়ে আরও বিস্তারিত তথ্য পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০১৮-২০, ২০১৯-২১ এবং ২০২০-২২ শিক্ষাবর্ষে ডিএলএড কলেজগুলিতে অফলাইনে রেজিস্ট্রেশনের সংখ্যা জানতে তাপসকে ডেকে পাঠানো হয়েছে। 

ডিএলএড কলেজগুলিতে অফলাইনে রেজিস্ট্রেশনের সংখা জানতে ফের তাপস মণ্ডলকে তলব করল ইডি। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে এর আগেও দুবার তলব করেছে ইডি। আগামী ২ নভেম্বর ফের তাকে হাজিরা দিতে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

অনলাইন ক্লাসের নামে টাকা তুলেছিলেন তাপস, জমা পড়েছিলেন মানিকের ছেলের অ্যাকাউন্টে

মূলত ডিএলএড কলেজগুলিতে দুর্নীতি নিয়ে আরও বিস্তারিত তথ্য পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০১৮-২০, ২০১৯-২১ এবং ২০২০-২২ শিক্ষাবর্ষে ডিএলএড কলেজগুলিতে অফলাইনে রেজিস্ট্রেশনের সংখ্যা জানতে তাপসকে ডেকে পাঠানো হয়েছে। তাপস অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচি‌ভার্স অ্যাসোসিয়েশন (এবিটিটিএএ)-এর প্রেসিডেন্ট। ইডি সূত্রের খবর, এবিটিটিএ’র অধীনে অনেক ডিএলএড কলেজ রয়েছে। যেগুলিতে অনলাইনে ক্লাসের জন্য পড়ুয়াদের কাছ থেকে মাথা পিছু ৫০০ টাকা করে নেওয়া হয়েছিল। এই ক্লাসের জন্য ২ কোটি টাকা চুক্তি হয়েছিল একটি বেসরকারি সংস্থার সঙ্গে। সেই সংস্থাটি ছিল মানিক পুত্রের বলেই দাবি ইডির। সেই টাকা কাকে কীভাবে পাঠানো হয়েছে? তাও জানতে চাইছে ইডি। তবে তাপস মণ্ডল প্রথম থেকেই দাবি করে আসছেন, এর সঙ্গে মানিক অথবা তার পুত্রের কোনও সম্পর্ক নেই।

এদিকে, মানিককে গ্রেফতারের পরে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ইডি। যার মধ্যে দেখা গিয়েছে, এক মৃত ব্যক্তির সঙ্গে মানিক পত্নীর যৌথ অ্যাকাউন্ট রয়েছে। শুধু তাই নয় তার পরিবারের অন্যান্য সদস্যদেরও বিভিন্ন যৌথ অ্যাকাউন্ট রয়েছে। সেগুলিতে ১০ কোটি টাকা রয়েছে বলে জানিয়েছে ইডি। এই পরিস্থিতিতে তাপসকে জিজ্ঞেস করে নতুন তথ্য পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বন্ধ করুন