বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কয়লাকাণ্ডে ফের ইডির তলব অভিষেককে,কেন বার বার জেরা?

কয়লাকাণ্ডে ফের ইডির তলব অভিষেককে,কেন বার বার জেরা?

গত সোমবার ইডির দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি (PTI Photo) (PTI)

কেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি? তবে কি কয়লাকাণ্ড নিয়ে ইডি যা জানতে চাইছে তা এখনও পুরোপুরি জানা যায়নি?

কয়লাকাণ্ডে ফের অস্বস্তিতে তৃণমূল শিবির। ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সূত্রের খবর আগামী ২৯শে মার্চ মঙ্গলবার দুপুর ১১টা নাগাদ দিল্লিতে ইডির দফতরে অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে ওইদিন হাজির থাকতে হবে দিল্লির ইডির অফিসে। এদিকে গত সোমবারই অভিষেককে প্রায় সাড়ে ৮ ঘণ্টা দিল্লিতে ইডির অফিসে জেরা করা হয়েছিল। এরপর তিনি ইডির অফিস থেকে বেরিয়ে জানিয়েছিলেন, কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। সেগুলি তিনি পাঠিয়ে দেবেন। এদিকে বাসিন্দাদের একাংশের মতে সিংহভাগ ক্ষেত্রে কালো আউটফিটে, কখনও কালো সার্ট বা কালো টি শার্ট পরেই তিনি যান ইডির দফতরে। এটা কাকতালীয়ও হতে পারে। তবে এর কোনও কারণ জানা যায়নি। ফের সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির অফিসে জেরা করার জন্য় তলব করল ইডি।

কিন্তু কেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি? তবে কি কয়লাকাণ্ড নিয়ে ইডি যা জানতে চাইছে তা এখনও পুরোপুরি জানা যায়নি? তবে কি আরও তথ্য ইডি অভিষেকের কাছ থেকে জানতে চাইছে ? সূত্রের খবর , অভিষেক সেদিন যে বয়ান দিয়েছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তিনি সেদিন কথা বলার পরেও সবটা জানতে পারেননি ইডি কর্তারা। এখনও অনেক প্রশ্ন রয়েছে। কারণ গত কয়েকমাসে নানা সূত্র পেয়েছে ইডি। তার ভিত্তিতেই তাঁকে ফেরার জেরা করা উদ্যোগ। সূত্রের খবর এমনটাই।

 

বন্ধ করুন