বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রাথমিক টেট দুর্নীতিতে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ED

প্রাথমিক টেট দুর্নীতিতে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ED

তাপস মণ্ডল। ফাইল ছবি

ইডি সূত্রে খবর, তল্লাশিতে প্রচুর গুরুত্বপূর্ণ নথি। ২টি পেন ড্রাইভ ও ১ একটি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। সঙ্গে তাপসবাবু ও তাঁর ছেলের ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি CFSL-এ পাঠানো হবে।

নিয়োগদুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ইডি। শনিবার তাপস মণ্ডলের বারাসতের বাড়িসহ একাধিক ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। তাপসবাবুকে ২০ অক্টোবর সকাল ১১টায় সমস্ত নথি নিয়ে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। তাপসবাবুর ছেলে ব্রজেশ জানিয়েছেন, বাবা হরিদ্বারে রয়েছেন।

ইডি সূত্রে জানা গিয়েছে তাপস মণ্ডলের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান থেকেই দুর্নীতি চালাতেন মানিক ভট্টাচার্য। সেখানে ভর্তি হলে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার দরজা খুলে যেত। তাপস মণ্ডল একাধিক ট্রাস্ট চালান। সেই ট্রাস্টের অধীনে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। এর মধ্যে মূল প্রতিষ্ঠানটি রয়েছে মহিষবাথানে। সেখানে মানিক ভট্টাচার্য নিয়মিত যেতেন বলে জানা গিয়েছে। শনিবার সেখানে তল্লাশি করেন ইডির গোয়েন্দারা। এছাড়া কলেজ স্ট্রিটের একটি ঠিকানা ও তাপসবাবুর বারাসতের বাড়িতে প্রায় ১১ ঘণ্টা তল্লাশি চালান তারা।

নদিয়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি, গোষ্ঠীকোন্দলের জের, গ্রেফতার ৯

ইডি সূত্রে খবর, তল্লাশিতে প্রচুর গুরুত্বপূর্ণ নথি। ২টি পেন ড্রাইভ ও ১ একটি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। সঙ্গে তাপসবাবু ও তাঁর ছেলের ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি CFSL-এ পাঠানো হবে।

ইডির তরফে জানানো হয়েছে, ২০ অক্টোবর সমস্ত নথি নিয়ে তাপসবাবুকে হাজির হতে বলা হয়েছে। বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তাঁকে। তদন্তকারীরা জানাচ্ছেন, টেটে সাদা খাতায় চাকরি পাওয়ার ঘটনা দেখে তারা নিশ্চিত ছিলেন পরীক্ষার আগেই দুর্নীতির পরিকল্পনা ছকা হয়ে গিয়েছিল। নইলে সাদা খাতা জমা কেন দেবেন পরীক্ষার্থীরা। কারও নির্দেশেই তারা একাজ করেছেন বলে এক প্রকার নিশ্চিত ছিলেন তারা। এর পিছনে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান যুক্ত থাকতে পারে বলে অনুমান ছিল তাদের। মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর অবশেষে প্রকাশ্যে আসছে সেই রহস্য।

 

বন্ধ করুন