বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অভিষেকের সংস্থার কম্পিউটারে কী ফাইল ডাউনলোড করেছে ED? শনিবার দেখবে আদালত

অভিষেকের সংস্থার কম্পিউটারে কী ফাইল ডাউনলোড করেছে ED? শনিবার দেখবে আদালত

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি (HT_PRINT)

এদিন বিচারপতি ঘোষ বলেন, ওই ফাইলগুলি আদালতে পেশ করুন। ফাইলে কী আছে আমি দেখতে চাই। এই ব্যাপারটার আগে নিষ্পত্তি হওয়া দরকার।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ইডি আধিকারিকের ডাউনলোড করা স্প্রেডশিটে কী রয়েছে দেখতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শনিবারই ১৬টি ফাইল আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইডি সক্রিয়তার বিরুদ্ধে অভিষেকের দায়ের করা আবেদনের শুনানিতে শুক্রবার এই নির্দেশ দিয়েছেন তিনি। শনিবারই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির করা ECIR থেকে নিষ্কৃতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান হবে ৫ সেপ্টেম্বর। তার মধ্যেই নিউ আলিপুরে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চালায় ইডি। সেখান থেকে প্রচুর নথি ১টি হার্ড ডিস্ক ও ১টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তারা। এর পরই অভিষেকের সংস্থার তরফে অভিযোগ করা হয়, ইডির আধিকারিকরা সংস্থার একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে রেখে এসেছেন। এই মর্মে লালবাজারে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন সংস্থার সহকারী হিসাবরক্ষক। কিন্তু কী আছে সেই ১৬টি ফাইলে, শনিবার দেখতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

এদিন বিচারপতি ঘোষ বলেন, ওই ফাইলগুলি আদালতে পেশ করুন। ফাইলে কী আছে আমি দেখতে চাই। এই ব্যাপারটার আগে নিষ্পত্তি হওয়া দরকার।

এদিন অভিষেকের আইনজীবী বলেন, ‘আদালতে রায়দান স্থগিত রাখলেও ইডি অতিসক্রিয়তা দেখাচ্ছে। এই রকম অবস্থায় ইডি তল্লাশি চালাতে পারে না’। পালটা বিচারপতি বলেন, ‘রায়দান স্থগিত রয়েছে এমন মামলায় নতুন করে কোনও আবেদন করা যায় না’। ইডির আইনজীবী বলেন, ‘এই আবেদন করে আসলে আদালতের সময় নষ্ট করার চেষ্টা হচ্ছে।’

শনিবারই এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। তা হলে, ফাইল রহস্যের সমাধান হতে চলেছে কয়েক ঘণ্টার মধ্যেই।

 

 

বাংলার মুখ খবর

Latest News

অডিয়ো ক্লিপের সত্যতা নিশ্চিত করা গিয়েছে, কলতানের গ্রেফতারির পর জানাল পুলিশ জারি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট 'তাদের শিবির থেকেই অডিয়ো লিক...', কলতানের গ্রেফতারির পর ফের সরব কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.