প্রতিশ্রুতি মতোই এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী সোমবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। এবিষয়ে গতকাল প্রার্থীদের শিক্ষা দফতরের তরফে ফোন করে বিকাশ ভবনে ডেকে পাঠানো হয়েছে। বৈঠকে মেধাতালিকায় থাকা প্রার্থীদের নিয়োগ নিয়ে আলোচনা করা হবে।
২০১৬ এসএসসিতে মেধা তালিকায় থাকা প্রার্থীরা নিয়োগের দাবিতে শহরের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করছেন। এই মুহূর্তে তারা গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষোভরত প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বৈঠকে চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের আশ্বাস দেন অভিষেক। কিন্তু, তারপরে অভিষেকের আশ্বাসকে নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কেউ নন, তাই তিনি চাকরির আশ্বাস দিতে পারেন না। বিরোধীদের কথায় গুরুত্ব না দিয়ে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতোই আলোচনার জন্য চাকরিপ্রার্থীদের বিকাশ ভবনে ডেকে পাঠানো হয়েছে।
এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরে প্রার্থীদের আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। তাই সব দিক বিবেচনা করে প্রার্থীদের প্রতি সহমর্মী হয়েছে শাসক দল নিয়োগের বিষয়ে উদ্যোগী হয়েছে।আন্দোলনকারীরা জানিয়েছেন সোমবার আট জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে যাবেন। নবম থেকে দ্বাদশ শ্রেণির মেধা তালিকায় থাকা সমস্ত প্রার্থীদের যাতে নিয়োগ করা হয় সে দাবিতে তারা সরব হবেন বলে জানিয়েছেন।