আবাসনের কমন স্পেসে গাড়ি রাখা নিয়ে গন্ডগোল ছুরিকাহত হলেন এক ব্যক্তি। দমদম রোডে অম্বালিকা অ্যাপার্টমেন্টে সরস্বতী পুজোর দিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন আইনজীবী। গালে ২৫টা সেলাই পড়েছে তাঁর। অভিযুক্ত ৭০ বছর বয়সী তপন সরকারকে গ্রেফতার করেছেন নাগেরবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে তপনবাবু তাঁর গাড়িটি আবাসনের কমন স্পেসে এমন করে রাখছিলেন যাতে অন্যান্য বাসিন্দাদের যাতায়াত করতে সমস্যা হচ্ছিল। সরস্বতী পুজোর দিন এভাবে গাড়ি রাখার প্রতিবাদ করেন পেশায় আইনজীবী দেবসুন্দর দরিফা। এর জেরে বচসা বেঁধে যায় ২ জনের। তখনই ধারালো কিছু দিয়ে দেবসুন্দরবাবুর গালে আঘাত করেন তপনবাবু। গাল চিরে ঝরঝর করে রক্ত পড়তে থাকে তাঁর। তাঁকে দমদম মিউনিসিপালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার গালে ২৫টি সেলাই পড়ে। নাগেরবাজার থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয় এবং নাগেরবাজার থানার পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।
ঘটনায় রাজনীতির রংও লেগেছে। জানা গিয়েছে আক্রান্ত দেবসুন্দরবাবু বিজেপি সমর্থক। হামলাকারী তপন সরকার সিপিএম করতেন।
ঘটনার খবর পেয়ে দেবসুন্দরবাবুর সঙ্গে দেখা করতে যান দমদমের বিজেপি নেতা বিমনশংকর নন্দ। তিনি বলেন, ‘এর মধ্যে রাজনীতির কিছু নেই। তবে যে ভাবে ব্লেড চালিয়েছে তাতে বোঝা যাচ্ছে ৩৪ বছরের দম্ভ এদের এখনও যায়নি।’
আক্রান্ত দেবসুন্দরবাবু বলেন, গাড়ি রাখা নিয়ে বিবাদের জেরে যে কেউ ব্লেড চালিয়ে দিতে পারে এটা ধারণার বাইরে ছিল। আরেকটু হলে আমার প্রাণটা চলে যেতে পারত।