বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে চায় নির্বাচন কমিশন’‌, বিস্ফোরক যশবন্ত সিনহা

‘‌মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে চায় নির্বাচন কমিশন’‌, বিস্ফোরক যশবন্ত সিনহা

যশবন্ত সিনহা। ছবি সৌজন্য–এএনআই।

কিন্তু তাঁকে জিততে বাধা দেবে খোদ এবার নির্বাচন কমিশন। এই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ–সভাপতি যশবন্ত সিনহা।

একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি নিজে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে সামান্য ভোটে হেরে গিয়েছেন। তাই নিয়মমাফিক আগামী ৬ মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে। কিন্তু তাঁকে জিততে বাধা দেবে খোদ এবার নির্বাচন কমিশন। এই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ–সভাপতি যশবন্ত সিনহা।

কিন্তু কেন এমন দাবি করলেন তিনি?‌ শনিবার টুইটে তিনি লিখেছেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় যাওয়া আটকাতে আগামী কয়েকমাসে কোনও নির্বাচনের আয়োজনই করবে না নির্বাচন কমিশন।’‌ কিন্তু এখনও ৬টি আসনে উপনির্বাচন করতে হবে। কারণ সেখানের আসনটি খালি হয়েছে। এই পরিস্থিতিতে যশবন্তের টুইট রাজ্য–রাজনীতিতে ঝড় বইয়ে দিয়েছে।

শনিবার টুইটে যশবন্ত সিনহা নির্বাচন কমিশনকে নিশানা করে লেখেন, তাঁর কাছে খবর এসেছে, আগামী ৬ মাসের মধ্যে মমতা বনদ্যোপাধ্যায়কে নির্বাচনে জিতে বিধানসভায় যেতে হবে। আর সেই যাওয়া আটকাতে নির্বাচন কমিশন কয়েকমাসের মধ্যে কোনও নির্বাচনেরই আয়োজন করবে না। এটা সম্পূর্ণ বিজেপিরই চক্রান্ত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, এবার ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলনেত্রী। তৃণমূল কংগ্রেস ব্যাপক ব্যবধানে জয় পেলেও অল্প কিছু ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে যান। আর ভবানীপুর থেকে মমতার ছেড়ে যাওয়া আসনে জয়ী হন শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও পরে তিনি ওই আসনের বিধায়ক পদ থেকে ইস্তফাও দেন। ওই আসনে উপনির্বাচনে প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করতে কমিশন গড়িমসি করবে বলে বিস্ফোরক অভিযোগ করলেন অভিজ্ঞ রাজনীতিবিদ যশবন্ত সিনহা।

বাংলার মুখ খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.