বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > তালিকা আছে, নির্বাচনী বন্ডে তৃণমূলকে যারা টাকা দিয়েছে সব ‘চোর’: শুভেন্দু

তালিকা আছে, নির্বাচনী বন্ডে তৃণমূলকে যারা টাকা দিয়েছে সব ‘চোর’: শুভেন্দু

শুভেন্দু অধিকারী

যারা টাকা দিয়েছে আমরা তো তাদের তালিকা দিয়ে দেব। সব চোর। বালির খাদান যারা পেয়েছে, পাথরের খাদান যারা চালায়, বেআইনি কাজ যারা করে, যারা কেন্দ্রীয় সরকারের সমগ্র শিক্ষা মিশনের টাকা খায়, স্কুলে নিম্নমানের ব্যাগ, জুতো, ইউনিফর্ম যারা সরবরাহ করে তারা সব টাকা দিয়েছে।

নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলের অবাক করা আয়বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে সরব হন তিনি। শুভেন্দুবাবুর দাবি, তৃণমূলের দুর্নীতিতে যুক্ত ব্যবসায়ীরাই তৃণমূলকে এই টাকা দিয়েছে।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘একটা দল নির্বাচনী বন্ডে ১২০০ শতাংশ আয় বৃদ্ধি করেছে। কোন কোন ব্যবসায়ী দিলো, কোন কোন শিল্পপতি দিলো, আয়করে দেখাতে হবে ওদের। একটা মদের কোম্পানি সেবিকে বলেছে যে আমরা তৃণমূলকে নির্বাচনী বন্ডে ৪০ কোটি টাকা দিয়েছি। ২০২১ সালে যেখানে মাত্র ৪২ কোটি টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে তুলতে পেরেছিল তৃণমূল সেখানে কোন যাদুবলে এবছর ৫২৮ কোটি টাকা তুলল? যারা টাকা দিয়েছে আমরা তো তাদের তালিকা দিয়ে দেব। সব চোর। বালির খাদান যারা পেয়েছে, পাথরের খাদান যারা চালায়, বেআইনি কাজ যারা করে, যারা কেন্দ্রীয় সরকারের সমগ্র শিক্ষা মিশনের টাকা খায়, স্কুলে নিম্নমানের ব্যাগ, জুতো, ইউনিফর্ম যারা সরবরাহ করে তারা সব টাকা দিয়েছে। আমি ধর্মেন্দ্র প্রধানজিকে বলব, অভিভাবকদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে। আপাদমস্তক চোর’।

সম্প্রতি তৃণমূলের প্রকাশিত তথ্য অনুসারে ২০২২ সালে নির্বাচনী বন্ড থেকে ১২০০ শতাংশ আয় বেড়েছে তাদের। ২০২১ সালে তৃণমূলের বন্ড থেকে আয় ছিল ৪২ কোটি টাকা। সাধারণ নির্বাচনের বছরে রাজনৈতিক দলগুলির বিভিন্ন খাতে আয় কিছুটা বাড়ে। কিন্তু নির্বাচনের পরের বছর তৃণমূলের এই আয়বৃদ্ধি চোখে লেগেছে অনেকেরই। বিশেষজ্ঞদের একাংশের মতে, নির্বাচনী বন্ডে তৃণমূলের আয়বৃদ্ধি প্রমাণ করছে কর্পোরেটদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে দলের। তবে মঙ্গলবার আয় বৃদ্ধি অন্য ব্যাখ্যা দিলেন শুভেন্দুবাবু।

 

বন্ধ করুন