প্রায় বছর দেড়েক বাদে দার্জিলিংয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে ঠাসা কর্মসূচি। মঙ্গলবার জিটিএর মিটিংয়ে অংশ নেন মুখ্য়মন্ত্রী। সেই বৈঠকের পরেই মমতা পাহাড়ের যুবক যুবতীদের কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করেন।
মূলত পড়ুয়াদের কারিগরি শিক্ষার উন্নতির উপর জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই কর্মসংস্থানের সমস্যা মেটানোর উপরেও জোর দেওয়া হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, পাহাড়ে অনেক প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে। তাঁদের কর্মসংস্থানের লক্ষ্য়ে এবার সরকারি পোর্টাল চালু হবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকারি তরফে চারটি সেন্টারও চালু করা হবে।
তিনদিনের সফরে দার্জিলিংয়ে এসেছেন মমতা। সোমবার কার্শিয়াংয়ে গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। মঙ্গলবারও জনসংযোগে নামেন মমতা। তবে পাহাড় সফরে এলে বরাবরই সাধারণ মানুষের সঙ্গে মিশে যান নেত্রী। এই ছবিই দেখতে অভ্যস্ত পাহাড়।
মঙ্গলবার দুপুরে জিটিএ সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে পাহাড়ের উন্নয়ন সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গেই পাহাড়ে কর্মসংস্থান নিয়ে ইতিবাচক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওয়াকিবহাল মহলের মতে, পাহাড়ের বাসিন্দাদের একটা বড় অংশ পর্যটনের উপর নির্ভরশীল। তবে বহু যুবক যুবতী পর্যটন শিল্পের বাইরেও অন্য কোনও পেশার খোঁজ করেন। কিন্তু সুযোগ সীমিত থাকার কারণে অনেকেরই ইচ্ছা থাকলেও চাকরি পান না। হতাশা গ্রাস করে তাঁদের। তবে এবার নতুন প্রজন্মের জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এদিকে দেড় মাসের মধ্যে পাহাড়ের বিভিন্ন বোর্ডগুলিকে ঢেলে সাজানো হবে। সেই সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, পর্ষদগুলির উপর নজরদারি করতে মনিটরিং সেল করা হচ্ছে।
মনিটরিং সেলের চেয়ারম্যান করা হল অনীত থাপাকে।
কার্যত অনীত থাপার উপর বাড়তি গুরুত্ব আরোপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নতুন অনুকূল জমি তৈরি করে ফেললেন পাহাড়ে। এমনটাই মত ওয়াকিবহাল মহলের মতে। মূলত পাহাড়ে কর্মসংস্থানের নয়া দিশা দেখিয়ে মমতা কার্যত নতুন প্রজন্মের মন জয় করলেন। অন্যদিকে পাহাড়ে তৃণমূল সংগঠন যথেষ্ট নড়বড়ে। সেই জায়গায় ভরসা বলতে অনীত থাপা। তাঁকে একেবারে মনিটরিং সেলের চেয়ারম্যান করে দিলেন মমতা। তার মাধ্যমে পাহাড়ে আরও গুরুত্ব বাড়ল অনীতের। বোর্ড গুলির উপর নজরদারি চালাবেন তিনি। এই বিপুল ক্ষমতা দেওয়ার প্রতিদান কীভাবে অনীত দেবেন সেটাই এবার দেখার।