বিজেপির রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার দলীয় কর্মীদের নির্দেশ দিলেন আপনারা ডাক্তারদের আন্দোলনের পাশে থাকুন। তিনি জানিয়ে দিয়েছেন,কালো শক্তির হাত থেকে ডাক্তারদের বাঁচাতে হবে। ডাক্তারদের যে কোনও আন্দোলনের পাশে আপনারা দাঁড়ান। জানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার।
এদিকে জুনিয়র ডাক্তাররা প্রথম থেকেই জানিয়ে দিয়েছিলেন তাঁদের আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এমনকী স্বাস্থ্যভবনের কাছে বিজেপির একাধিক নেতা নেত্রীদেরও গো ব্যাক স্লোগান দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে সেসব অভিমান কার্যত আর পুষে রাখতে চান না বিজেপি নেতৃত্ব। এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বশক্তি দিয়ে থাকার জন্য নির্দেশ দিলেন সুকান্ত মজুমদার।
এদিকে অনশনে নেমে জুনিয়র ডাক্তারদের একাংশ ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন। তবে তাঁদের মনোবলে কোথাও কোনও চিড় ধরেনি। বহু সাধারণ মানুষ তাঁদের এই আন্দোলনের পাশে রয়েছেন। এবার বিজেপি কর্মীদেরও নির্দেশ দিলেন সুকান্ত মজুমদার যাতে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে বিজেপি কর্মীরা থাকতে পারেন।
তবে এর আগে সিপিএম নেতৃত্বের একাংশও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকার জন্য় বিশেষভাবে বার্তা দিয়েছিলেন। তারপর এনিয়ে নানা কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতৃত্ব। তবে এবার সিপিএমের পাশাপাশি বিজেপি নেতৃত্বও জানিয়ে দিলেন দলের কর্মীদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থাকতে হবে।
প্রেস বার্তায় সুকান্ত মজুমদার জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের যে আন্দোলন তার পাশে সমর্থন জানাচ্ছে বঙ্গ বিজেপি। তিনি লিখেছেন, সমস্ত বিজেপি কার্যকর্তাদের উৎসাহ দিচ্ছি বিরাটভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে আপনারা থাকুন। সেই সঙ্গে বাংলার মানুষদের কাছেও অনুরোধ করছি সবরকমভাবে এই আন্দোলনের শরিক হোন। আমাদের ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কালো শক্তির হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। এই সময় এই কালো শক্তি বাংলার উপর ছেয়ে রয়েছে।
কার্যত জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে বিরাটভাবে দলীয় নেতা কর্মীদের থাকার ব্যাপারে অনুরোধ করেছেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গেই বাংলায় কালো শক্তি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তবে এবার প্রশ্ন এবার আর রাখঢাক না করেই দলের কর্মীদের নির্দেশ দিলেন সুকান্ত মজুমদার। গেরুয়া ব্রিগেড থাকবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে। কিন্তু সেই গেরুয়া ব্রিগেডকে কি আদৌ মেনে নেবেন জুনিয়র ডাক্তাররা?
জুনিয়র ডাক্তাররা যখন সিজিও কমপ্লেক্স অভিযানে যাবে, যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবেন তখন বিজেপির অবস্থান কি হবে? তবে কি এবার ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লেন বিজেপি নেতৃত্বও?