বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bony Sengupta: এবার টলি অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন এমন ডাক?

Bony Sengupta: এবার টলি অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন এমন ডাক?

বনি সেনগুপ্ত (ছবি ইনস্টাগ্রাম)

বেশ কয়েকটি নথি তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। সেখানে একদিকে যেমন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম পাওয়া গিয়েছে অন্যদিকে বনি সেনগুপ্তরও নাম পাওয়া গিয়েছে। কুন্তলের কাছ থেকে এই দু’‌জনের কাছে টাকা গিয়েছিল বলে অভিযোগ। যদিও কুন্তল ইডি অফিসারদের জানিয়েছেন তিনি চেনেন না শান্তনুকে। ইডির অফিসাররা তা মানতে নারাজ। 

নিয়োগ দুর্নীতির টাকা সিনেমায় ঢুকেছে বলে আগেই অভিযোগ উঠেছিল। আর তা নিয়ে তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। এবার প্রথম কোনও অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনা প্রকাশ্যে আসতেই টলিউডে এখন হইচই শুরু হয়ে গিয়েছে। কারণ চলতি সপ্তাহেই ইডি দফতরে তলব করা হয়েছে টলি অভিনেতা বনি সেনগুপ্তকে। এই টাকা লেনদেনে তাঁর নাম পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর।

ঠিক কী বলছেন টলি–অভিনেতা?‌ এই ইডি তলব নিয়ে সংবাদমাধ্যমে বনি ইডি দফতরে যাবেন বলে জানিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে অভিনেতা বলেন, ‘হ্যাঁ যাব। না যাওয়ার কী আছে?’ আগামীকাল, শুক্রবার তাঁকে তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি হাতে এসেছে। আর সেটা খতিয়ে দেখে বনির নাম পেয়েছেন তাঁরা। আর তাই তাঁকে তলব করা হয়েছে। নিয়োগ দুর্নীতিতে তদন্তকারীদের আতসকাচের নীচে রয়েছেন আর এক অভিনেত্রীও। তার নাম সামনে আনতে চায়নি ইডি। কয়েকদিন আগে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছিল।

আর কী জানা যাচ্ছে?‌ কুন্তল ঘোষ এখন নানা নাম ভাসিয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই হৈমন্তী গঙ্গোপাধ্যায়, সোমা চক্রবর্তীর নাম ভাসিয়ে দেওয়া হয়েছে। এদিকে হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কুন্তলের সঙ্গে লেনদেন নিয়ে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করতে শুক্রবার তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। তারপরই ডেকে পাঠানো হল বনি সেনগুপ্তকে। এই দু’‌জনের কাছ থেকেই লেনদেন নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

কেন এমন ডাক পড়ল?‌ ইডি সূত্রে খবর, বেশ কয়েকটি নথি তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। সেখানে একদিকে যেমন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম পাওয়া গিয়েছে অন্যদিকে বনি সেনগুপ্তরও নাম পাওয়া গিয়েছে। কুন্তলের কাছ থেকে এই দু’‌জনের কাছে টাকা গিয়েছিল বলে অভিযোগ। যদিও কুন্তল ইডি অফিসারদের জানিয়েছেন তিনি চেনেন না শান্তনুকে। কিন্তু ইডির অফিসাররা তা মানতে নারাজ। কারণ ব্যাঙ্কের নথি অন্য কথা বলছে। শুক্রবার শুধুমাত্র টাকা লেনদেনের বিষয়ে ইডির অফিসাররা জিজ্ঞাসাবাদ করবেন বলে খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

'হামলার ছক', 'দুর্যোগ' থেকে 'চিড়'কে তোয়াক্কা না করে বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের আনোয়ার আলির পরিপূরক পেয়েছেন মোহনবাগানের নতুন কোচ! মুম্বই ম্যাচ ড্র করে কী বললেন? অডিয়ো ক্লিপের সত্যতা নিশ্চিত করা গিয়েছে, কলতানের গ্রেফতারির পর জানাল পুলিশ জারি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.