বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Nail Art Parlour: অর্পিতার নেইল আর্ট পার্লারে হানা ইডির, শাটার ভেঙে চলল তল্লাশি

Nail Art Parlour: অর্পিতার নেইল আর্ট পার্লারে হানা ইডির, শাটার ভেঙে চলল তল্লাশি

নেইল আর্ট পার্লারে হানা দেয় ইডি।

মঙ্গলবার ফের তল্লাশি চালাচ্ছে ইডি। চারটি দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান চলছে। বরাহনগর নেতাজি নগর কলোনি, মাদুরদহে দুটি আবাসন, লেক ভিউ রোডের মা আবাসন, ল্যান্সডাউনের ওয়েসিস আবাসন, বৈষ্ণবঘাটা, কেন্দুয়া মেইন রোডে, পন্ডিতিয়া রোডে তল্লাশি চালাচ্ছে ইডি।

এবার পর পর অর্পিতা মুখোপাধ্যায়ের নেইল পার্লারে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। আজ, মঙ্গলবার প্রথমে বরাহনগরে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি নেইল পার্লারে হানা দেয় ইডি। তারপর পাটুলি এবং ২৬ নম্বর লেক ভিউ রোডের নেইল আর্ট পার্লারেও হানা দেয় ইডি। তালা বন্ধ পার্লারগুলিতে তালা ভেঙেই তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকরা বলে খবর।

ঠিক কী ঘটেছে শহরে?‌ আজ, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী দল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে বিটি রোডের ওই পার্লারে যায়। অর্পিতা গ্রেফতারের পরেও ওই পার্লার খোলা ছিল। তারপর সেটি বন্ধ হয়ে যায়। এদিন তদন্তকারীরা ওই নেইল আর্টের দোকানের শাটার ভেঙে ফেলেন। পাঁচ সদস্যের ইডি তদন্তকারী দল হানা দেয়। তালাবন্ধ থাকায় তালা ভাঙার জন্য লোক নিয়ে আসা হয়। পাটুলির ম্যাজিক টাচ পার্লারেও পৌঁছয় ইডির দল। তল্লাশি চলে লেক ভিউ রোডের পার্লারেও। নেইল প্লেস নামের একটি পার্লারে চলে তল্লাশি অভিযান।

কী জানা যাচ্ছে নেইল পার্লার সম্পর্কে?‌ ইডি সূত্রে খবর, ওই পার্লারগুলির দায়িত্বে ছিল অর্পিতার ড্রাইভার কল্যাণ ধর। এই কল্যাণই তাঁর বোন সঙ্গীতার স্বামী। আর সঙ্গীতা তাঁর দিদির প্রভাবে শিক্ষা দফতরে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। অর্পিতার তিন ভুয়ো সংস্থার দায়িত্বেও ছিল ক্লাস নাইন ফেল কল্যাণ ধর। তার কাজ ছিল অর্পিতার গাড়ি চালানো এবং নেইল পার্লারে প্রসাধনী ও টিস্যু পেপার বাক্স নিয়ে যাওয়া।

উল্লেখ্য, মঙ্গলবার ফের তল্লাশি চালাচ্ছে ইডি। চারটি দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান চলছে। বরাহনগর নেতাজি নগর কলোনি, মাদুরদহে দুটি আবাসন, লেক ভিউ রোডের মা আবাসন, ল্যান্সডাউনের ওয়েসিস আবাসন, বৈষ্ণবঘাটা, কেন্দুয়া মেইন রোডে, পন্ডিতিয়া রোডে তল্লাশি চালাচ্ছে ইডি। ইডি মনে করছে, এই জায়গাগুলি থেকে তদন্তে কিছু সূত্র মিলতে পারে।

বন্ধ করুন