মঙ্গলবার ফের তল্লাশি চালাচ্ছে ইডি। চারটি দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান চলছে। বরাহনগর নেতাজি নগর কলোনি, মাদুরদহে দুটি আবাসন, লেক ভিউ রোডের মা আবাসন, ল্যান্সডাউনের ওয়েসিস আবাসন, বৈষ্ণবঘাটা, কেন্দুয়া মেইন রোডে, পন্ডিতিয়া রোডে তল্লাশি চালাচ্ছে ইডি।
এবার পর পর অর্পিতা মুখোপাধ্যায়ের নেইল পার্লারে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। আজ, মঙ্গলবার প্রথমে বরাহনগরে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি নেইল পার্লারে হানা দেয় ইডি। তারপর পাটুলি এবং ২৬ নম্বর লেক ভিউ রোডের নেইল আর্ট পার্লারেও হানা দেয় ইডি। তালা বন্ধ পার্লারগুলিতে তালা ভেঙেই তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকরা বলে খবর।
উল্লেখ্য, মঙ্গলবার ফের তল্লাশি চালাচ্ছে ইডি। চারটি দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান চলছে। বরাহনগর নেতাজি নগর কলোনি, মাদুরদহে দুটি আবাসন, লেক ভিউ রোডের মা আবাসন, ল্যান্সডাউনের ওয়েসিস আবাসন, বৈষ্ণবঘাটা, কেন্দুয়া মেইন রোডে, পন্ডিতিয়া রোডে তল্লাশি চালাচ্ছে ইডি। ইডি মনে করছে, এই জায়গাগুলি থেকে তদন্তে কিছু সূত্র মিলতে পারে।