বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রুজিরাকে জেরা করছে ইডি, নয়াদিল্লি থেকে এলেন তিনজন দুঁদে অফিসার

রুজিরাকে জেরা করছে ইডি, নয়াদিল্লি থেকে এলেন তিনজন দুঁদে অফিসার

নয়াদিল্লি থেকে ইডির অফিসাররা সিজিও কমপ্লেক্সে এসেছেন।

কয়লা পাচার মামলায়রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সোমবার দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি’‌র মামলায় লুকআউট নোটিশ জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই রুজিরাকে হাজিরার নোটিশ ধরিয়ে দেয় ইডি।

আজ, বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সময় ছিল সকাল ১১টা। আর রুজিরা বন্দ্যোপাধ্যায় এলেন তার দেড় ঘণ্টা পরে। এখন তিনি মুখোমুখি হয়েছেন ইডি অফিসারদের। চলছে টানটান প্রশ্নোত্তর পর্ব। তার জন্য কড়া পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স।এখানে প্রবেশ নিয়েও কড়াকড়ি করছে পুলিশ। বাইরে বিধাননগর থানার পুলিশ মোতায়েন রয়েছে। ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। আর রুজিরাকে জেরা করতে নয়াদিল্লি থেকে ইডির অফিসাররা সিজিও কমপ্লেক্সে এসেছেন।

এদিকে অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তিন সদস্যের তদন্তকারী অফিসাররা এসে উপস্থিত হলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এই নিয়ে এখন সিজিও কমপ্লেক্সে চূড়ান্ত ব্যস্ততা। প্রশ্নপত্র নিয়ে তৈরি ইডির তদন্তকারীরা। টানটান উত্তেজনার মধ্যে চলছে প্রস্তুতি–পর্ব। কয়লা পাচার মামলায়রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সোমবার দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি’‌র মামলায় লুকআউট নোটিশ জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই রুজিরাকে হাজিরার নোটিশ ধরিয়ে দেয় ইডি।

অন্যদিকে বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে সকালে নয়াদিল্লি থেকে ইডির তিনজন অফিসার এসে পৌঁছয়। সূত্রের খবর, নয়াদিল্লি থেকে আসা পঙ্কজ কুমার ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার। আর দু’‌জন নয়াদিল্লির ইডি অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক। এই তিন ইডির আধিকারিকই জেরা করবেন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং জোর প্রস্তুতি শুরু হয়েছে সিজিও কমপ্লেক্সে। ইডি সূত্রে খবর, রুজিরাকে তাঁর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হতে পারে। সেখানের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হবে। শুধু তাই নয়, রুজিরার বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে সেটাও জানতে চাইতে পারেন গোয়েন্দারা।

তাছাড়া রুজিরাকে আটকানো নিয়ে কেন্দ্রীয় সরকারের ‘অমানবিকতা’ নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিদেশে যাওয়ার বিষয়ে তদন্তকারী সংস্থা ইডিকে আগে জানিয়েছিলেন রুজিরা। ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘সুপ্রিম কোর্টের অনুমতি দেওয়া ছিল। যদি ও কখনও বাইরে যায়, তবে ইডিকে জানাবে। সেই অনুযায়ী ও ইডিকে জানিয়েছে। তখন ইডি বলতে পারত যাওয়া যাবে না। কিন্তু বিমানবন্দরে গিয়ে নোটিশ ধরানো হল এবং ৮ তারিখে তলব করা হয়েছে। সম্পূর্ণ অমানবিক জিনিস চলছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

খুদের মাথায় বন্দুক ঠেকিয়ে দেব! টেক্কার ঝলক সামনে এনে লিখলেন, ‘এবার শেষ খেলা…’ লম্বা মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধে সহজে, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ‘আমি মরতে চাই’, রেললাইন থেকে সরতে নারাজ কিশোরী, ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক গতবার অনুদান পাওয়া পুজো কমিটির মধ্যে এখনও টাকার আবেদন করেছে ২৪%, আরজি করের জের? 'আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসিনি'! 'গো ব্যাক' শুনে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার মালাইকার বাবার মৃত্যু, প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ, ঘটনাস্থলে অর্জুনও, তারপর? ইন্টারনেটে ভাইরাল ঘি চা, কেন খাবেন এই চা? কী উপকার পাবেন আপনি গ্রেটার নয়ডার মাঠটা আমরাই বেছে নিয়েছিলাম: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের U-Turn ১০জন WBCS অফিসারকে IAS মর্যাদা দিল রাজ্য সরকার, সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্র 'আগে প্রশাসন মেরুদণ্ড সোজা করুক, তার পর আমাদের দিকে আঙুল তুলবেন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.