এখানে চিকিৎসকের সংখ্যা কম বলে আগেই অভিযোগ উঠেছিল। এবার তার মধ্যেই হঠাৎ করে রাতারাতি ৩৮ জন চিকিৎসককে বদলি করে দেওয়া হল বলে অভিযোগ। জোকা ইএসআই হাসপাতাল থেকে ৩৮ জন চিকিৎসককে হঠাৎ বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগকে সামনে রেখে আজ, মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়লেন ডাক্তারি পড়ুয়ারা। এই বদলির প্রতিবাদে জোকা ইএসআই মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভে সামিল হয়েছেন বিশাল সংখ্যক পড়ুয়া। ফলে ব্যাপক আকার নিতে পারে এই বিক্ষোভ।
এদিকে এখানে ফ্যাকাল্টি কম বলে অভিযোগ। তার উপর যদি বদলি হয় তাহলে বড় প্রভাব পড়বে ইএসআই–তে। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, চিকিৎসকদের বদলি অবিলম্বে রুখতে হবে। কারণ কলেজে মেডিক্যাল ফ্যাকাল্টি কম আছে। তার মধ্যেই যদি অভিজ্ঞ চিকিৎসকদের বদলি করে দেওয়া হয় তাহলে পড়াশোনা লাটে উঠবে। বহু কষ্ট করে ‘এডুকেশন লোন’ নিয়ে কলেজে ভর্তি হয়ে শিক্ষা নেওয়া হচ্ছে। সেখানে এমন দুম করে বদলি হলে পড়াশোনায় ব্যাপক প্রভাব পড়বে। যদি পঠনপাঠন থমকে যায় মাঝপথে তাহলে মেডিক্যাল ডিগ্রি আসবে কী করে!
আর কী জানা যাচ্ছে? অন্যদিকে নামপ্রকাশে অনিচ্ছুক এই কলেজের এক অধ্যাপক বলেন, ‘এই কলেজের প্রায় ৮০ শতাংশ চিকিৎসককে বদলি করে দেওয়া হয়েছে। যদিও তার কারণ জানানো হয়নি। হঠাৎ এমন সিদ্ধান্ত জেনে হতভম্ব সবাই। ছাত্রছাত্রীরা অনেক আশা নিয়ে ঋণ করে এখানে পড়তে এসেছেন। সেখানে যদি মেডিক্যাল ফ্যাকাল্টিদেরই বদলি করে দেওয়া হয় তাহলে সকলেরই পড়াশোনা সম্পূর্ণ হবে কি করে! পড়ুয়াদের তো ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে।’
তারপর ঠিক কী ঘটেছে? আজ, মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে প্রায় ৫০০ পড়ুয়া কলেজ গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখান। অবিলম্বে চিকিৎসকদের বদলি রুখতে হবে বলে দাবি করেন। এই চিকিৎসকদের বদলি করার কারণে পড়ুয়ারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি রোগীরাও জীবন সংকটে পড়বেন বলে মনে করছেন বিক্ষোভকারীরা। এখানে অনেক রোগী আছেন যাঁরা তাঁদের সঞ্চয়ের বড় অংশ এখানে জমা রাখেন ওষুধপত্র কেনার জন্য। কিন্তু যদি চিকিৎসকরাই বদলি হয়ে যান সেক্ষেত্রে রোগীদের পরামর্শ কারা দেবেন? উঠেছে প্রশ্ন। মেডিক্যাল কলেজে চিকিৎসা কেমন করে হবে? প্রশ্ন পড়ুয়াদের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup