বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > EV charging point: বড় হাউজিং প্রকল্পে পার্কিং লটের ৫০ শতাংশ অংশে রাখতে হবে ইভি চার্জিং পয়েন্ট

EV charging point: বড় হাউজিং প্রকল্পে পার্কিং লটের ৫০ শতাংশ অংশে রাখতে হবে ইভি চার্জিং পয়েন্ট

ই-ভেহিকেল চার্জিং স্টেশন করার নির্দেশ। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)

কোনও হাউসিং প্রকল্প ২০ হাজার বর্গমিটার বা তার বেশি আয়তনের হলে সে ক্ষেত্রে নতুন নিয়মে পার্কিং লটগুলিতে অর্ধেক চার্জিং স্টেশন বসাতে হবে। এবিষয়ে রাজ্যের নগর উন্নয়ন দফতর থেকে অনুমোদন পাওয়ার পর পুরসভার কমিটি এই প্রস্তাব পাশ করেছে।

পরিবেশ দূষণ রুখতে ই-যানবাহনের উপর জোর দিতে চাইছে পুরসভা। সেই কারণে নির্মীয়মাণ বড় হাউজিং কমপ্লেক্সগুলিতে তাদের পার্কিং লটের অর্ধেক অংশ জুড়ে চার্জিং স্টেশন তৈরি করার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার বিল্ডিং আইনে একটি সংশোধনী খসড়া তৈরি করেছে যাতে পার্কিং লটে অর্ধেক চার্জিং পয়েন্টের ব্যবস্থা করতে বলা হয়েছে। আগে পার্কিং লটের ৫ শতাংশ জায়গায় চার্জিং পয়েন্ট তৈরি করার নির্দেশ ছিল। পুরসভার তরফে জানানো হয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য হল দূষণ রোধে আরও বেশি পরিমাণ ই-যানবাহন ব্যবহারে উৎসাহী করে তোলা।

প্রস্তাব অনুযায়ী, কোনও হাউসিং প্রকল্প ২০ হাজার বর্গমিটার বা তার বেশি আয়তনের হলে সে ক্ষেত্রে নতুন নিয়মে পার্কিং লটগুলিতে অর্ধেক চার্জিং স্টেশন বসাতে হবে। এ বিষয়ে রাজ্যের নগর উন্নয়ন দফতর থেকে অনুমোদন পাওয়ার পর পুরসভার কমিটি এই প্রস্তাব পাশ করেছে। তবে বড় হাউজিং প্রকল্প নয়, ছোট হাউজিং প্রকল্পগুলিতেও বেশি পরিমাণে চার্জিং পয়েন্ট তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন আধিকারিকরা।

কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি (পশ্চিমবঙ্গ) সুশীল মোহতা বলেন, প্রায় দুই দশক আগে বাড়িতে প্লাগ পয়েন্টগুলি প্রাথমিকভাবে ঘরের প্রধান সুইচ বোর্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল। শুধুমাত্র বসার ঘরে টিভির জন্য অতিরিক্ত পয়েন্ট, ফ্রিজের জন্য ডাইনিং রুম, বৈদ্যুতিক সরঞ্জামগুলির জন্য রান্নাঘরে ২-৩ টি পয়েন্ট থাকত। মিক্সার, টোস্টার, মাইক্রোওয়েভ এবং ওয়াশিং মেশিনের জন্য আলাদা পয়েন্ট থাকত। কিন্তু, এখন মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, ওয়াই-ফাই ডিভাইস, আলেক্সা এবং অনেক বৈদ্যুতিক ডিভাইসের জন্য আলাদাভাবে পয়েন্ট করা হয়ে থাকে। এবার পার্কিং লটে গাড়ি চার্জ করার জন্য চার্জিং পয়েন্ট যোগ করতে হবে।

ক্রেডাই বেঙ্গলের প্রেসিডেন্ট সিদ্ধার্থ পানসারির আশা, হাউজিং কমপ্লেক্স নির্মাতারা পুরসভার নির্দেশমতো চার্জিং পয়েন্ট রাখবেন। একই হাউজিং প্রকল্পের এক কর্তা জানিয়েছেন, যে তারা সমস্ত প্রকল্পে চার্জিং পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ ই-যানবাহন আগের থেকে অনেক পরিমাণে বেড়েছে। ই-যানবাহনের বিক্রিও আগের থেকে অনেক বেড়েছে। ইতিমধ্যেই, পুরসভার পার্কিং বিভাগ ইভি চার্জিং স্টেশন তৈরির জন্য পার্কিং লট সংলগ্ন এলাকা চিহ্নিত করেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন