রবিবার কলকাতার রাজপথে ‘গোলি মারো’ স্লোগানের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বললেন, ‘গুলিতে কাজ না হলে গদ্দারদের বিরুদ্ধে কামান দাগব।’ বুঝিয়ে দিলেন, আগামীতে পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্বকেই হাতিয়ার করে এগোতে চায় বিজেপি।
রবিবার শহিদ মিনার ময়দানে অমিত শাহের বক্তৃতার আগে ধর্মতলায় ওঠে ‘গোলি মারো’ স্লোগান। বিতর্কিত ওই স্লোগান দিতে দিতে সভায় যোগ দিতে যাচ্ছিলেন কয়েকজন বিজেপিকর্মী। রাতে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। গ্রেফতার করা হয় ৩ জনকে।
সোমবার এই নিয়ে সায়ন্তনবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গদ্দারদের গুলি করতে বলায় ভুল কী আছে? গুলিতে কাজ না হলে আমি বলব কামান দাগো।’
সঙ্গে সায়ন্তনের হুঁশিয়ারি, ‘যে পুলিশকর্মীরা রবিবার বিজেপিকর্মীদের গ্রেফতার করেছে, ক্ষমতায় এলে তাদের দেখে নেব।’
সোমবার তিন জনকে আদালতে তোলা হলে ১ জনকে জামিন দিয়েছেন বিচারক। বাকি ২ জনকে পাঠিয়েছেন পুলিশ হেফাজতে। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ৩ জনই আইনজীবী। বিজেপির লিগাল সেলের সদস্য তাঁরা।