বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ১০০ শতাংশ ধর্ষক তৃণমূলের লোক: রাহুল সিনহা

১০০ শতাংশ ধর্ষক তৃণমূলের লোক: রাহুল সিনহা

বিজেপি নেতা রাহুল সিনহা

ভাইফোঁটায় রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর মদতেই রাজ্যে ধর্ষণ বেড়েছে।

রাজ্যের ১০০ শতাংশ ধর্ষক তৃণমূল কংগ্রেসের লোক। ভাইফোঁটায় রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর মদতেই রাজ্যে ধর্ষণ বেড়েছে।

বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর দফতরে ভাইফোঁটা অনুষ্ঠানের শেষে রাহুলবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যকে নারী নির্যাতনে দেশে প্রথম স্থানে নিয়ে গিয়েছেন। এটা ওনার অলঙ্কার। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্ষণ একটা ছোট ঘটনা। কিছু টাকা দিয়ে ধর্ষণের ঘটনায় তিনি দায় সারতে চান। সেই রাজ্যে ধর্ষণ বাড়বে না তো কমবে? ১০০ শতাংশ ধর্ষণকারী তৃণমূল কংগ্রেসের লোক। একটি অন্য পার্টির লোক নেই’। যদিও এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ পেশ করেননি তিনি।

রাহুল সিনহার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তৃণমূলের এক মুখপাত্র বলেন, ‘ভোটে হারতে হারতে রাহুলবাবুর মাথা খারাপ হয়ে গিয়েছে। উনি মাথার চিকিৎসা করান। ধর্ষণের জন্য কোনও দলকে দায়ী করা অনুচিত। তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে নারী নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই কলকাতা দেশের মধ্যে নারীদের কাছে সুরক্ষিততম শহরের স্বীকৃতি পেয়েছে।’

 

 

বন্ধ করুন