Hawker: রাজ্য জুড়ে ঘুরছে বুলডোজার, মুক্ত হচ্ছে ফুটপাত, পুলিশ-হকার ‘সেটিং’ উধাও Updated: 26 Jun 2024, 09:43 PM IST Satyen Pal গুগল নিউজে আমাদের পড়ুন হকারমুক্ত হচ্ছে ফুটপাত। একের পর এক দোকান উচ্ছেদ করা হচ্ছে ফুটপাত থেকে। 1/5 শহর জুড়ে ঘুরছে বুলডোজার। ফুটপাতের একাংশকে হকারমুক্ত করতে একেবারে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ। কলকাতার বিভিন্ন এলাকায় বেআইনি দখলদারদের সরাতে একেবারে আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছে পুলিশ-প্রশাসন। হাওড়া, সিউড়ি সহ বিভিন্ন জায়গায় হকার দখলমুক্ত করতে চলছে বুলডোজার অভিযান। (ANI Photo) গুগল নিউজে আমাদের পড়ুন 2/5 আচমকা যেভাবে পুলিশ কলকাতার রাস্তায় নেমে পড়েছে তা দেখে কার্যত হতবাক হকারদের অনেকেই। এমনকী এক দুজন হকার তো বলেই ফেলেছেন থানায় টাকা দেওয়া হয়। তারপরেও কেন এভাবে উচ্ছেদ বুঝতে পারছি না। গড়িয়াহাট, এসএসকেএম সংলগ্ন এলাকা, বিধাননগর পুরসভা চত্বর, সেক্টর ফাইভ এলাকায়, কলেজ মোড় এলাকায় একের পর এক বুলডোজার নেমে পড়ে। শুরু হয় হকার উচ্ছেদ। (PTI Photo/Swapan Mahapatra) গুগল নিউজে আমাদের পড়ুন 3/5 এই ফুটপাত থেকে হকারদের সরানোকে কেন্দ্র করে মূলত দুটি বিষয় উঠে আসছে। প্রথমত হকাররা ফুটপাত জুড়ে বসে যাওয়ার জেরে পথচারীদের হাঁটার জায়গা নেই। অন্যদিকে ফুটপাত থেকে যদি হকারদের সরিয়ে দেওয়া হয় তবে তাঁদের কী হবে? কীভাবে পেট চালাবেন তাঁরা? গুগল নিউজে আমাদের পড়ুন 4/5 কার্যত একেবারে উভয় সংকট! রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন। আবার বৃহস্পতিবারই নবান্নে ফের বৈঠকে বসছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকে তিনি কি আবার কড়া কিছু ঘোষণা করবেন নাকি অ্যাকশনের ডোজ কিছুটা কমিয়ে দেবেন? সেই প্রশ্নটা নতুন করে উঠতে শুরু করেছে। গুগল নিউজে আমাদের পড়ুন 5/5 কলকাতার পাশাপাশি সিউড়ি, জলপাইগুড়ি সহ রাজ্য়ের বিভিন্ন প্রান্তেই ফুটপাত থেকে জবরদখলকারীদের সরাতে উদ্যোগী হচ্ছে পুলিশ। চলছে মাইকিং। জেসিবি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ কাঠামো। গুগল নিউজে আমাদের পড়ুন