গ্রীষ্মের দাবদাহে বেড়েছে বিদ্যুতের চাহিদা। যার ফলে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিদ্যুতের সংকট। তারই মধ্যে এবার বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। বিদ্যুৎ চুরির বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয়রা কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ১৩৭ নম্বর ওয়ার্ড মেটিয়াবুরুজের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রহমত আলম আনসারীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শুধু বিদ্যুৎ চুরি নয়, চুরি করার পর সেই বিদ্যুৎ বেশ কয়েকজনকে বিক্রি করারও অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে।
রহমত আলমের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বাড়ির সামনে নিজের পার্টি অফিসের পিছনে সিএসসির বিদ্যুৎ ট্রান্সফরমার থেকে তিনি বিদ্যুৎ চুরি করছেন এবং সেই চুরি করা বিদ্যুৎ মানুষকে বিক্রি করার পাশাপাশি নিজের বাড়ির সমস্ত বৈদ্যুতিন সরঞ্জাম চালাচ্ছেন। এমনকী তাঁর কারখানার কয়েকটি মেশিনও চুরি করা বিদ্যুতে চলছে বলে অভিযোগ।
প্রথমে স্থানীয় এক ব্যক্তি বিদ্যুৎ চুরির খবর জানতে পারেন। তিনি রবিবার প্রাক্তন কাউন্সিলরের মিটার ঘরটি দেখতে পেয়ে ১৩৭ নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ওয়াসিম আনসারীকে খবর দেন। ওয়াসিম আনসারী তাঁর লোকজন নিয়ে সেখানে গিয়ে দেখতে পান ঘরের দরজা বন্ধ। তখন মিটার ঘরের দরজা ভেঙে ভেতর ঢুকে তাঁরা দেখতে পান ওই মিটার ঘরে বেশ কয়েকটি ফিউজ রয়েছে। সেই ফিউজের নির্দিষ্ট জায়গায় ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ আসছে। সেই বিদ্যুৎ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। অভিযোগ, বর্তমান কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে গেলে তাঁর ওপর চড়াও হন রহমত আলম। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।বর্তমান কাউন্সিলরের সমর্থকরা প্রাক্তন কাউন্সিলের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেন। এমনকী প্রাক্তন কাউন্সিলরকে মারধর করা হয় বলে অভিযোগ।
খবর পেয়ে মেটিয়াবুরুজ ও রাজা বাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএসসির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে এভাবেই বিদ্যুৎ চুরি করছেন রহমত আলম। যদিও বিদ্যুৎ চুরির কথা অস্বীকার করেছেন প্রাক্তন কাউন্সিলর। তাঁর বক্তব্য, তিনি কোনও রকমের বিদ্যুৎ চুরি করেননি। কে চুরি করেছে তিনি জানেন না। এই ঘটনায় বর্তমান কাউন্সিলর ওয়াসিম আনসারী প্রাক্তন কাউন্সিলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ বাহিনী।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup