একুশের নির্বাচনে জেতা নতুন বিধায়কের সংখ্যা প্রায় ১৫০। এঁদের কেউই পরিষদীয় রীতিনীতি নিয়ে সড়গড় নন। বিধানসভার অন্দরে বিজেপিকে চেপে ধরতে এবং আইন জেনে পদক্ষেপ করতে হবে। এমনকী পুরনোদের মধ্যেও অনেক বিধায়কের পারফরম্যান্স রিপোর্ট নতুনদের মতোই। এই গোটা বিষয়টি কাটাতে এবার আসরে নামছেন তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ বিধায়ক–সাংসদরা।
বিষয়টি ঠিক কী ঘটতে চলেছে? বিধানসভা সূত্রে খবর, বিধানসভার অধিবেশন চলাকালীন বা কমিটি বৈঠকে একজন বিধায়কের অধিকারের সীমা এবং আচরণ নিয়ে আগে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে বিতর্কও হয়েছে। এই পরিস্থিতি বহু ক্ষেত্রে শাসক–বিরোধীদের মধ্যে অনর্থক তিক্ততা তৈরি করেছে। তাই তিক্ততার অবসানের লক্ষ্যে রাজ্যের ২৯৪ জন বিধায়কের জন্য বিশেষ ‘ক্লাস’–এর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে শুধু তৃণমূল কংগ্রেসের বিধায়করা পাঠ নেবেন না, পাঠ দেওয়া হবে বিজেপি বিধায়কদেরও। যদি তাঁরা নিজেরা এসে এই পাঠ নিতে ইচ্ছাপ্রকাশ করেন। বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে।
কারা এই পাঠ দেবেন? আগামী ৬ ফেব্রুয়ারি বিধানসভার নবনির্মিত প্ল্যাটিনাম জুবিলি ভবনের প্রেক্ষাগৃহে দিনভর চলবে এই চর্চা। যার নাম দেওয়া হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’। সব দলের বিধায়ককেই এখানে অংশ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। বিধায়কদের পরিষদীয় নিয়মকানুন এবং করণীয় সম্পর্কে সচেতন করতে প্রশিক্ষক বা টিচার হিসেবে একঝাঁক অভিজ্ঞ ব্যক্তিকে আনা হবে। উদ্বোধনী পর্বে তিনবারের বিধায়ক হিসেবে নিজে হাজির থাকবেন বিমানবাবু। থাকবেন দুই প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়া। নির্মল ঘোষ, তাপস রায়ের মতো পোড়খাওয়া বিধায়করাও থাকবেন প্রশিক্ষকের ভূমিকায়। আর একদা বিধায়ক অধুনা সাংসদ সৌগত রায়কে আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ প্রশিক্ষক হিসেবে। এমনকী বিধানসভা সম্মান জানাচ্ছে বাম আমলের পরিষদীয়মন্ত্রী প্রবোধ সিনহাকেও।
এখানে বিজেপির ভূমিকা কী? এই ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’–এর শুরুতে বিরোধী দলনেতার পাশাপাশি বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গাকেও বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিজেপি পরিষদীয় দল আদৌ এই কর্মসূচিতে অংশ নেবে কি না, সেটা এখনও জানা যায়নি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ–সহ নানা ইস্যুতে অধ্যক্ষ এবং শাসকদলের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে তারা প্রায় এক বছর ধরে বিধানসভার যাবতীয় অনুষ্ঠান বয়কট করেছে। এই কর্মসূচিতে থাকবেন কি না, তাঁরা সেটা আলোচনা করে ঠিক করবেন বলে জানিয়েছেন মনোজ টিগ্গা।