পথ নিরাপত্তা নিয়ে আধুনিক ধারণাগুলিকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য কলকাতা পুলিশকে প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞ এবং গবেষকরা। আইআইটি খড়গপুর পরিবহণ দফতরের সহযোগিতায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কলকাতা ট্রাফিক পুলিশ। সূত্রের খবর, ২০০ জন ট্রাফিক পুলিশ নিরাপত্তা সংক্রান্ত ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শহরের রাস্তায় মানুষের সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন দিকগুলি ওই অনুষ্ঠানে শেখানো হবে। এর মধ্যে রয়েছে ব্ল্যাকস্পট শনাক্তকরণ, রাস্তার মোড়ে নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারকারীদের নিরাপত্তা, নিরাপদ ব্যবস্থা পদ্ধতি এবং গতি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বৃহস্পতিবার পুলিশ ট্রেনিং স্কুলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। আইআইটি-খড়গপুরের পরিচালক ভি কে তিওয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। সশরীরে উপস্থিত ছিলেন খড়গপুরের ডিন ভার্গব মৈত্র। এছাড়া, প্রতিষ্ঠানের অন্যান্য বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ কমিশনার এবং ওসিদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। মোট চার দফায় প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে প্রথম দুই দফায় সহকারী পুলিশ কমিশনার এবং অতিরিক্ত ওসিদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষজ্ঞরা সড়ক নিরাপত্তার দিকগুলি যেমন ব্ল্যাকস্পট সনাক্তকরণ, রাস্তায় নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারকারীদের নিরাপত্তা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেবেন বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, শহরে দুর্ঘটনা রুখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে কলকাতা ট্রাফিক পুলিশ। সম্প্রতি বেসরকারি বাসের উইন্ডস্ক্রিনে রুট লেখা বোর্ড রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে। এই ধরনের বোর্ড থাকলে অনেকক্ষেত্রেই গাড়ি চালানোর সময় চালকদের দেখতে অসুবিধা হয়। ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেই কারণে কলকাতা পুলিশের তরফে বাসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডগুলি সরানোর জন্য। এই নির্দেশ অমান্য করার জন্য ৫০০ টাকা করে জরিমানা করা হচ্ছে। বারবার লঙ্ঘন করলে সেক্ষেত্রে ১০০০ টাকা জরিমানা করা হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup