বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CV Ananda Bose: DA অনশনকারীদের সমবেদনা জানিয়ে, রাজ্যকে আলোচনায় সমাধান খুঁজতে বললেন রাজ্যপাল

CV Ananda Bose: DA অনশনকারীদের সমবেদনা জানিয়ে, রাজ্যকে আলোচনায় সমাধান খুঁজতে বললেন রাজ্যপাল

আলোচনার মাধ্যমে 'গ্রহণযোগ্য' সমাধানের রাস্তা বার করতে রাজ্য সরকারকে অনুরোধ জানালেন রাজ্যপাল।

মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের আবেদন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার ঠিক পরদিনই অনশনরত আন্দোলনকারীদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে 'গ্রহণযোগ্য' সমাধানের রাস্তা বার করতে রাজ্য সরকারকে অনুরোধ জানালেন রাজ্যপাল।

ডিএ-র দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের আবেদন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার ঠিক পরদিনই অনশনরত আন্দোলনকারীদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে 'গ্রহণযোগ্য' সমাধানের রাস্তা বার করতে রাজ্য সরকারকে অনুরোধ জানালেন রাজ্যপাল।

টুইটে তিনি লিখেছেন, ' আমি গভীর ভাবে ব্যথিত যে কর্মচারীদের অনশন চতুর্থ সপ্তাহে প্রবেশ করছে। যে কোনও সমস্যা জটিল হতে পারে, কিন্তু সবসময় সমাধানের একটি সহজ উপায় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের ভাইদের মূল্যবান জীবন, যারা তাদের হৃদয়ের কাছাকাছি একটি কারণের জন্য ক্রমাগত অনশন করছেন।'

তিনি আরও লিখেছেন, 'যাঁরা এই বিপজ্জনক অনশনে রয়েছেন, তাঁদের দয়া করে এটি শেষ করার জন্য অনুরোধ করছি এবং সমস্ত স্টেকহোল্ডারদের এক সঙ্গে বসতে এবং একটি গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করছি।'

এর আগে সরকারি কর্মীদের ধর্মঘট প্রত্যাহারে কথা বলে বিজেপির বিরাগভাজন হয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যে ভাবে ধর্মঘট না করার আবেদন জানিয়েছিলেন, তাতে ক্ষুব্ধ হয়েছিলেন বিজেপি নেতারা। তাঁর ঠিক একদিন পর অনশনরত আন্দোলনকারীদের সমবেদনা জানিয়ে সরকার আলোচনার পথে যেতে বললেন রাজ্যপাল বোস।

বন্ধ করুন