রাজ্যে আইনশৃঙ্খলা রসাতলে গেছে। এমনকী তোলাবাজ গ্যাংয়ের টাকা ঢুকছে পুলিশ ও তৃণমূল নেতাদের একাংশের পকেটে। কেন্দ্রীয় মন্ত্রিত্বের শপথ নিয়ে রাজ্যে ফিরে এই ভাষাতেই একের পর এক শ্যুটআউট ও গয়নার দোকানে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন - তিলক কেটে আসতে বারণ ছাত্রীকে, তীব্র বিক্ষোভের মুখে সুর নরম মুর্শিদাবাদের স্কুলের
পড়তে থাকুন - বিধানসভার অফিসের কম্পিউটারে চলছে গেম, দিলীপ ঘোষের ‘অভিযান’এ ধরা পড়ল হাতে নাতে
রবিবার নয়া দিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শপথ নেন সুকান্তবাবু। সোমবার জানা যায়, জোড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন তিনি। শিক্ষা প্রতিমন্ত্রীর পাশাপাশি উত্তর – পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রীরও দায়িত্ব সামলাবেন সুকান্তবাবু। তার প্রায় ১ সপ্তাহ পর শনিবার দুপুরে কলকাতায় ফেরেন সুকান্তবাবু। এদিন তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিজেপি নেতা - কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
কলকাতায় ফিরে রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করেন সুকান্তবাবু। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ব্যাবসায়ীকে গুলি বা সোনার দোকানে ডাকাতি বার বার প্রমাণ করছে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই। এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা তোলাবাজি গ্যাংয়ের সদস্য। নব্বইয়ের দশকে দাউদ ইব্রাহিমের নেতৃত্বে মুম্বইয়ের ব্যবসায়ীদের কাছ থেকে পয়সা তোলা হত। আর পয়সা দিতে না চাইলে তার ওপর হামলা হত। সেইটাই কলকাতায় এখন শুরু হয়ে গিয়েছে। আর অদ্ভূতভাবে আমাদের রাজ্য সরকার নির্বিকার হয়ে দেখছে। সম্ভবত এই তোলাবাজির টাকা থেকে পুলিশ বা রাজ্য সরকারের মাথারা ভাগ পায়।’
আরও পড়ুন - প্রভাবশালী বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিল শাহজাহান, আদালতে জানাল ED
সুকান্তবাবু আরও বলেন, ‘প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হলে অনেক কিছু শেখার থাকে। সেই সব স্থগিত করে রাজ্যে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে এসেছি। ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে। আমি আগামীকাল জয়নগর যাব। তার পর ধীরে ধীরে সমস্ত আক্রান্তদের সঙ্গে দেখা করব।’