বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kunal Ghosh: নিজের লেখা বন্দির ডায়েরি পোস্ট করলেন কুণাল, ধুয়ে দিলেন নেটনাগরিকরা

Kunal Ghosh: নিজের লেখা বন্দির ডায়েরি পোস্ট করলেন কুণাল, ধুয়ে দিলেন নেটনাগরিকরা

নিজের লেখা বইয়ের প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ। ফেসবুক

এক নেট নাগরিক নিজেকে তৃণমূল সমর্থক হিসাবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আপনার ভাষণ শুনে মনে হয় ফুটপাতে অনেকে তাবিজ কবচ বিক্রি করে…বাঁদর খেলা দেখায় এবং লেকচার দেয়, আপনার লেকচারবাজি ঠিক সেরকম…

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর লেখা বই, বন্দির ডায়েরি। কলকাতা বইমেলাতে পাওয়া যাচ্ছে সেই বই। কুণাল ঘোষ যখন গরাদের অন্তরালে থাকতেন সেই সব যন্ত্রণাক্লিষ্ট জীবনের কথা তুলে ধরা হয়েছে বইতে। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এদিকে সেই বইয়ের প্রচ্ছদের ছবি তুলে ধরে ফেসবুকে পোস্ট করেছেন কুণাল। আর সেই পোস্ট হতেই একেবারে ঝড় উঠেছে নেটপাড়ায়। অনেকে হা হা রি অ্যাক্টও করেছেন। আর সেই পোস্টের পরিপ্রেক্ষিতে নানা কমেন্ট ভাসছে নেট পাড়ায়।

একজন লিখেছেন, এমন ভাবখানা যেন কোন স্বাধীনতা সংগ্রামী জেলে বসে তার আত্মজীবনী লিখেছেন। অপরজন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, সারদার সবচেয়ে বড় বেনিফিসিয়ারির নাম মমতা ব্যানার্জি, এই লাইনটা কত নম্বর পৃষ্ঠায় রয়েছে?

অপর এক নেট নাগরিক লিখেছেন, এই প্রবন্ধটাকে পাঠ্যবই করা উচিত। নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। অপর এক নেট নাগরিক লিখেছেন, চোরের ডায়রি। শয়ে শয়ে কমেন্ট পড়েছে এই পোস্টকে ঘিরে। আর অধিকাংশ পোস্টেই কুণাল ঘোষকে জোরালো আক্রমণ। এমনকী কিছুক্ষেত্রে শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে এই সমস্ত মন্তব্য।

এক নেট নাগরিক নিজেকে তৃণমূল সমর্থক হিসাবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আপনার ভাষণ শুনে মনে হয় ফুটপাতে অনেকে তাবিজ কবচ বিক্রি করে…বাঁদর খেলা দেখায় এবং লেকচার দেয়, আপনার লেকচারবাজি ঠিক সেরকম… আপনাকে একসময় আইডল ভাবতাম। আমি ভুল ছিলাম।আপনাদের মতো লোকেদের জন্য পার্টিতে গিয়ে কাজ করতে ইচ্ছে করে না।

এভাবেই অধিকাংশ কমেন্টেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে তীব্র কটাক্ষ করা হয়েছে। একেবারে জোরালো আক্রমণ। সেই সঙ্গে তাঁর লেখা বইয়ের নাম বদল করার দাবিও উঠেছে সোশ্য়াল মিডিয়ায়।

বইয়ের প্রচ্ছদের ছবিতে রয়েছে সেই বন্দিপর্বে কুণাল ঘোষের ছবি। সেখানে কার্যত জোর করে সরানো হচ্ছে কুণাল ঘোষকে। যন্ত্রণা, ক্ষোভের অভিব্যক্তি তাঁর মুখে। সেই ছবি সম্বলিত বইটাকে সামনে এনেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তবে তিনি পোস্ট করতেই যেভাবে কু কমেন্টের বান ডেকেছে তা কিছুটা অবাক করার মতো। অনেকের মতে, সুনামির মতো কটাক্ষ আছড়ে পড়েছে ওই পোস্টের কমেন্ট সেকশনে।

তবে শুধু একটি বই নয়, তিনি একাধিক বইয়ের কথা উল্লেখ করেছেন অন্য পোস্টে। ফিরে আসছি বিরতির পর, সাংবাদিকের ডায়েরি থেকে, পূজারিনী, রানিসাহেবা, ঠিক গল্প নয় বইয়ের কথা উল্লেখ করেছেন তিনি।

 

বন্ধ করুন