বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হ্যালো, বিমান অপহরণ করতে চাইছি, আচমকা ফোন কলকাতা বিমানবন্দরে

হ্যালো, বিমান অপহরণ করতে চাইছি, আচমকা ফোন কলকাতা বিমানবন্দরে

ভুয়ো ফোন বিমানবন্দরে  (প্রতীকী ছবি)

 কাউন্টারে থাকা ব্যক্তি জিজ্ঞাসা করেন কেন তিনি আচমকা বিমান অপহরণ করতে চাইছেন?

 সবে ঘড়ির কাঁটা সন্ধ্যা সাতটার ঘর ছুঁয়েছে। আচমকাই কলকাতা বিমানবন্দরের এয়ার ইন্ডিয়ার কাউন্টারে রাখা ফোনটি বেজে ওঠে। ফোনের ওপারে যিনি আছেন তিনি বলেন, ‘ হ্যালো, বিমান অপহরণ করতে চাইছি।’ এদিকে স্বাধীনতা দিবসের পরেও কলকাতা বিমানবন্দরে এখনও বিশেষ সতর্কতা চলছে। অত্যন্ত সতর্ক নজরদারি করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তটস্থ সকলেই। তারমধ্যেই এমন ফোন। তবে ফোনের ওপার থেকে  বাংলাতেই বলা হয় বিমান অপহরণ করার ইচ্ছা তার। কাউন্টারে থাকা ব্যক্তি জিজ্ঞাসা করেন, কেন তিনি আচমকা বিমান অপহরণ করতে চাইছেন? সূত্রের খবর ফোনের ওপার থেকে বলা হয় ফাঁকা জায়গাতে বিমানটিকে নিয়ে যেতে চাইছেন তিনি।

 

 এই কথা বলতে বলতেই ফোনের লাইনটা কেটে যায়। এদিকে এরপর আর কোনও ঝুঁকি নিতে চায়নি বিমান সংস্থা। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা কার্যত ঝাঁপিয়ে পড়ে। মূলত কোথা থেকে ফোনটি করা হয়েছিল সেটি জানাটাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। বিশেষ পদ্ধতিতে ফোন নম্বরটিকে ট্র্যাক করা হয়। শেষ পর্যন্ত দেখা যায় বনগাঁ থেকে ফোনটি করা হয়েছিল।

 

 যে ব্যক্তি ফোন করেছিলেন তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। সম্ভবত সেকারণেই তিনি ফোন করে ফেলেছিলেন। তবে এর সঙ্গে তার কোনও খারাপ উদ্দেশ্য ছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ব্যক্তি নিজেকে প্রশান্ত বিশ্বাস নাম দিয়ে ফোন করেছিলেন। ফোন পেয়েই নিরাপত্তাবাহিনী ওই বিমান সংস্থার একাধিক বিমানে তল্লাশি চালায়। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আফগানিস্তানে তালিবান হানার মধ্যেই এই ফোনকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

 

বাংলার মুখ খবর

Latest News

৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.