বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নকল water purifier বসল পুলিশ কর্তার দফতরেই! ধৃত চক্রের ৪ চাঁই

নকল water purifier বসল পুলিশ কর্তার দফতরেই! ধৃত চক্রের ৪ চাঁই

পুলিশকর্তার দফতরেই বসল জল শোধনের নকল যন্ত্র! ‌ধৃত জালিয়াতি চক্রের ৪ চাঁই: ছবি (‌স্ক্রিন শর্ট)‌

গরফা ও মুচিপাড়া থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে আর ও সিস্টেম, পাম্পিং কল, ফিল্টার থেকে শুরু করে পরিশ্রুত পানীয় জলের যন্ত্রের নকল জিনিসপত্র বাজেয়াপ্ত করে পুলিশ।

পরিশ্রুত পানীয় জলের জন্য ওয়াটার পিউরিফায়ারের বরাত দিয়ে নকল যন্ত্র বসল পুলিশ কর্তার দফতরেই! এই ঘটনায় কলকাতা থেকে তিনজন ও দিল্লি থেকে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

পরিশ্রুত পানীয় জলের জন্য জলশোধন যন্ত্র বসানোর বরাত দেওয়া হয়েছিল পুলিশ কর্তার দফতর থেকে। সেই অনুযায়ী ওই দফতরে জল পরিশোধন যন্ত্র বসানো হয়। কিন্তু ওই যন্ত্রটি যে নকল, তা প্রথমে নজরে আসে পিউরিফায়ার সংস্থার কর্মীদের। তখন পুলিশ জানতে পারে, যে ওয়াটার পিউরিফায়ার মেশিনটি বসানো হয়েছে সেটা নকল। এরপরে ওই ওয়াটার পিউরিফায়ার সংস্থার তরফে অভিযোগ দায়ের করা হয়। সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

তারপর কলকাতা থেকে প্রথমে গ্রেফতার করা হয় রাজু ঘোষ ও অভিজিৎ চৌধুরি নামের দু’‌জন অভিযুক্তকে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পরে আরেকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে দিল্লির সুভাষ প্লেস থানা এলাকা থেকে আরেক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের কাছ থেকে তথ্য পেয়ে গরফা ও মুচিপাড়া থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে আর ও সিস্টেম, পাম্পিং কল, ফিল্টার থেকে শুরু করে পরিশ্রুত পানীয় জলের যন্ত্রের নকল জিনিসপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দিল্লির চতুর্থ অভিযুক্তের নাম উঠে আসে। এরপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে সুভাষ প্লেস থানা এলাকা থেকে বিনয় শ্রীবাস্তব নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে এনফর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ২৫ অগাস্ট বিনয় শ্রীবাস্তবের গুদামে তল্লাশি চালানো হয়।

সেখান থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকার নকল ওয়াটার ফিল্টারের জিনিসপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। তারপর স্থানীয় আদালতে তুলে বিনয়কে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। এখানে তাকে ফের আদালতে তোলা হলে অভিযুক্তের জামিন মঞ্জুর করেন বিচারক।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, ওই ওয়াটার পিউরিফায়ার মেশিনের প্রকৃত দাম ১৮ হাজার টাকা। তবে কলকাতার ব্যবসায়ীরা নকল মাল কিনত মাত্র ৬০০-৭০০ টাকায়। তারপরে সই নকল ওয়াটার পিউরিফায়ার বিভিন্ন জায়গায় সরবরাহ করা হত। এভাবেই চলছিল জালিয়াতির কারবার। যা দেখে চোখ কপালে উঠেছে দুঁদে গোয়েন্দাদেরও।

 

বাংলার মুখ খবর

Latest News

'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.