বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আদালতের নির্দেশের পরেও মেলেনি ক্ষতিপূরণ, মুখ্যসচিবের বিরুদ্ধে মানহানির মামলা

আদালতের নির্দেশের পরেও মেলেনি ক্ষতিপূরণ, মুখ্যসচিবের বিরুদ্ধে মানহানির মামলা

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সন্ধ্যায় নিজের বাড়ির সামনে অভিজিৎ সরকারকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে তৃণমূলের গুন্ডারা। ভোটপরবর্তী হিংসা মামলায় ওই খুনের তদন্তভার সিবিআইকে দেয় আদালত।

ক্ষতিপূরণ না পাওয়ায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করল কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার। তাদের অভিযোগ আদালতের নির্দেশ মতো সরকারি সাহায্য পায়নি পরিবার। এব্যাপারে মুখ্যসচিবকে চিঠি দিয়েও সুরাহা হয়নি।

২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সন্ধ্যায় নিজের বাড়ির সামনে অভিজিৎ সরকারকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে তৃণমূলের গুন্ডারা। ভোটপরবর্তী হিংসা মামলায় ওই খুনের তদন্তভার সিবিআইকে দেয় আদালত। সঙ্গে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। অভিযোগ, সময়সীমা অতিক্রান্ত হলেও ক্ষতিপূরণ পৌঁছয়নি পরিবারের কাছে।

অভিজিতের দাদা বিশ্বজিৎ জানিয়েছেন, ২০ জুনের মধ্যে ক্ষতিপূরণ দিতে বলেছিল আদালত। কিন্তু সেই নির্দেশ মানেনি সরকার। তার পর আরও ১৪ দিন সময় দেওয়া হয় তাদের কিন্তু তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত নবান্নে গিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেন তিনি। কিন্তু ক্ষতিপূরণের ব্যাপারে আশ্বাস পাননি তিনি। এর পর আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় নিহতের পরিবার।

অভিজিৎ সরকার হত্যায় ইতিমধ্যে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

২০২১ সালের ২ মে ওই ঘটনার সময় অভিজিতের বাড়ির সামনে যাবতীয় সিসিটিভি ভেঙে দেয় দুষ্কৃতীরা। এমনকী পোষ্য কুকুরটিকেও পিটিয়ে মারে তারা।

 

বন্ধ করুন