বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মুখ্যমন্ত্রীর পরিবারই সরকারি হাসপাতালে যান না, দুবাইতে যান, একী বললেন শুভেন্দু!

মুখ্যমন্ত্রীর পরিবারই সরকারি হাসপাতালে যান না, দুবাইতে যান, একী বললেন শুভেন্দু!

শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই এবং এএনআই)

মালবাজারের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ওখানকার পুলিশ প্রশাসনই বলেছিল এই রুট দিয়ে যান। তারপরেই তাঁরা নদীতে নেমেছিলেন। তাঁদের মরণফাঁদে ফেলেছিলেন। রাতভর আমাদের নেতারা ওখানে ছিলেন।

বৃহস্পতিবার মহিষাদলে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানেই নানা ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করে তোপ দাগেন তিনি। শুভেন্দু বলেন, এই সরকারের দেউলিয়া অবস্থা কোথায় যায় শুধু দেখতে থাকুন। বেআইনীভাবে যাদের চাকরি হয়েছে হাজার হাজার ভুয়ো লোকেদের চাকরি যাবে। ডিসেম্বর মাস থেকে দুর্নীতির সরকার, তোষণের সরকার, কাটমানির সরকার চলবে না।

অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, কোনও হাসপাতালেই কিছু নেই। সেকারণে মুখ্য়মন্ত্রীর পরিবারের লোকজন তাঁর স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থাশীল নয়। তাঁর পরিবারের লোকজন দুবাই যান, সিঙ্গাপুর যায় চিকিৎসা করাতে। না হলে হায়দরাবাদে যান চিকিৎসা করাতে। মুখ্য়মন্ত্রীর পরিবারের লোকজনই মুখ্যমন্ত্রী পরিচালিত কোনও হাসপাতালে যান না। সাধারণ মানুষের যা হওয়ার হচ্ছে।

তিনি বলেন, ঠাকুরের উপর চোখ আঁকাই হয়নি পুজোর উদ্বোধন করে দিচ্ছেন। আমরা সনাতন ধর্মে বিশ্বাসী। চণ্ডীপাঠ কীভাবে করতে হয় প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের কাছে শিখতে পারতেন।

মালবাজারের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ওখানকার পুলিশ প্রশাসনই বলেছিল এই রুট দিয়ে যান। তারপরেই তাঁরা নদীতে নেমেছিলেন। তাঁদের মরণফাঁদে ফেলেছিলেন। রাতভর আমাদের নেতারা ওখানে ছিলেন। প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন।সংবাদ মাধ্যমে বার বার সতর্ক করা হয়েছিল। তারপরেও প্রশাসন শোনেনি। পাহাড়ে বৃষ্টি হয়েছিল। তার জেরে হড়পা বান।  এটাকে কি দুর্ঘটনা বলব? মানুষকে নিরঞ্জন দেওয়ার ব্যবস্থা করেছিল সরকার।

বন্ধ করুন