আগামী মাস থেকে স্কুল বাস, পুলকারে ভাড়া বাড়তে চলেছে। ৮-১৫ শতাংশ ভাড়া বাড়ানো হবে। সিবিএসই স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেই এই ভাড়া বাড়ানো হবে।জ্বালানি ও খুচরো জিনিসপত্রের দাম অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই হারে পুলকার ও স্কুল বাসের ভাড়া বাড়েনি। সেই কারণে সমস্যায় পড়তে হচ্ছে মালিকদের। এই সমস্যার সমাধানে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।
একজন পুলকার অপারেটর জানিয়েছেন, কর্মীরা বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে। তাদের বেতন ২০০০–২৫০০ টাকা বাড়াতে হবে। তাই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্কুল বাস মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুরাগ আগরওয়াল বলেছেন, স্কুল বাসের ক্ষেত্রে ভাড়া ৮-১৫ শতাংশ বাড়ানো হবে। পুলকার মালিকরা দাবি করেছেন, তারা পুলকারের ভাড়া ১৫ শতাংশ বাড়িয়েছেন। আগামী মাস থেকে স্কুল বাস এবং পুলকারের ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুরাগ আগরওয়াল জানান, ভাড়া বাড়লে চালক, হেল্পার, মহিলা অ্যাটেনডেন্ট এবং রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে৷
সাউথ পয়েন্ট স্কুলের মুখপাত্র কৃষ্ণ দামানি জানান, প্রতিবছরই ভাড়া বাড়ানো হয়। এটি নতুন কিছু নয়। গত বছর স্কুল বাসের ফি ছিল ২০০০ টাকা। এ বছর তা বাড়িয়ে ২৩০০ টাকা করা হবে। হেরিটেজ স্কুলের অধ্যক্ষ সীমা সাপ্রু জানান, এ বছর সামান্য ভাড়া বাড়ানো হয়েছে। তবে তা ১০ শতাংশের নিচে। তিনি জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে এবং চালক, কন্ডাক্টর ও হেল্পারদের বেতন দিতে হচ্ছে। তাই ফি বাড়ানো হচ্ছে। পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অরূপম দত্ত জানান, স্কুল বাসের ভাড়া কত পরিমাণ বাড়ানো হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। যদিও এর বিরোধিতা করেছেন কিছু অভিভাবক। তাঁদের বক্তব্য, সরকারের এবিষয়ে সঠিক পদক্ষেপ করা উচিত। অপারেটররা এভাবে ভাড়া বাড়াতে পারে না। গত বছরই তারা ভাড়া বাড়িয়েছিল। করোনার কারণে সেই সময় প্রতিবাদ করা হয়নি। কিন্তু, এই ভাড়া বৃদ্ধি প্রতি বছরে করা যেতে পারে না। সরকারের এবিষয়ে নজর রাখা উচিত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup