
নেতাজির নামে বিমানবন্দর, জন্মজয়ন্তীর দিনেই মোটা অঙ্কের জরিমানা
১ মিনিটে পড়ুন . Updated: 23 Jan 2022, 11:47 PM IST- রানওয়ে রক্ষণাবেক্ষণ কতটা হচ্ছে তা নিয়ে সম্প্রতি সংস্থার নিরাপত্তা আধিকারিকরা বিভিন্ন বিমানবন্দরে পরিদর্শনে যান।
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। নেতাজির নামাঙ্কিত বিমানবন্দর। আর নেতাজির জন্মজয়ন্তীতেই সেই বিমানবন্দরের উপর আরোপিত হল জরিমানা। সূত্রের খবর ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন কলকাতা বিমানবন্দরের উপর জরিমানা আরোপ করেছে। বেশ মোটা অঙ্কের জরিমানা। প্রায় ২০ লক্ষ টাকা। কিন্তু কেন এই জরিমানা করা হয়েছে কলকাতা বিমানবন্দরকে? সূত্রের খবর, রানওয়ে রক্ষণাবেক্ষণ নিয়ে যে সুরক্ষা সংক্রান্ত নিয়মগুলি রয়েছে সেগুলি যথাযথভাবে মেনে চলা হয়নি বলে অভিযোগ। এর জেরে সেফটি প্রটোকল বিঘ্নিত হয়েছে। এর জেরেই এই জরিমানা।
সংবাদ সংস্থার কাছে ডিজিসিএর এক আধিকারিক জরিমানার কারণ নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। বিশেষত রানওয়ে রক্ষণাবেক্ষণের কাজে কিছুটা গাফিলতি থেকে গিয়েছে বলে অভিযোগ। যার জেরেই জরিমানার মুখে পড়তে হয়েছে বিমানবন্দরকে। এদিকে রানওয়ে রক্ষণাবেক্ষণ কতটা হচ্ছে তা নিয়ে সম্প্রতি সংস্থার নিরাপত্তা আধিকারিকরা বিভিন্ন বিমানবন্দরে পরিদর্শনে যান। সেখানেই কিছু ত্রুটি ধরা পড়ে কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে। দেখা যায় রানওয়ের একাধিক আলো খারাপ হয়ে রয়েছে। সেগুলি সময়মতো মেরামত করা হয়নি। রানওয়ে সংলগ্ন এলাকায় কিছু সামগ্রী পাওয়া গিয়েছে যা বিমান রানওয়েতে থাকা যুক্তিগ্রাহ্য নয়। তবে এয়ারপোর্ট অথরিটিও এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে। তবে বিমানের যাত্রীদের সুরক্ষার বিষয়টি সবসময় অগ্রাধিকার পায় ডিজিসিএর কাছে। সেকারণেই আর কোনও কথা শুনতে চায়নি সংস্থা। তবে বিমানবন্দর কর্তৃপক্ষও রানওয়ে যথাযথ রাখা ও বিমানযাত্রী সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।