বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > টুইট করে নিজেই বিপাকে তথাগত, নারী পাচারের অভিযোগে এফআইআর বিজেপি নেতার বিরুদ্ধে

টুইট করে নিজেই বিপাকে তথাগত, নারী পাচারের অভিযোগে এফআইআর বিজেপি নেতার বিরুদ্ধে

তথাগত রায়। ফাইল ছবি

কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তথাগত রায়ের বিরুদ্ধেই নারী পাচার ও আর্থিক তছরুপের অভিযোগ এনে এফআইআর দায়ের করলেন এক আইনজীবী।

দলে নিজের সতীর্থদের আক্রমণ শানাতে বিজেপি নেতা তথাগত রায় টুইট করে অভিযোগ করেছিলেন যে, নারী পাচার ও আর্থিক তছরুপ করেছেন দলেরই একাংশ। সেই টুইটের জন্যেই এবার বিপাকে পড়লেন তথাগত রায় নিজে। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তথাগত রায়ের বিরুদ্ধেই নারী পাচার ও আর্থিক তছরুপের অভিযোগ এনে এফআইআর দায়ের করলেন এক আইনজীবী।

অভিযোগকারী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তথাগত রায় সোশ্যাল মিডিয়া ও টিভিতে বারংবার দাবি করেছেন যে তাঁর কাছে নারী পাচার ও আর্থিক তছরুপ সংক্রান্ত তথ্য রয়েছে। তাঁর বক্তব্য, 'এই বিষয়ে বিশদে তদন্ত চাই আমি। তাই থানায় অভিযোগ দায়ের করেছি।'

উল্লেখ্য, নির্বাচনের বিজেপির ভরাডুবির পর থেকেই দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশদের বিরুদ্ধে বারংবার সুর চড়িয়েছেন তথাগত রায়। বারংবার সোশ্যাল মিডিয়ায় এই নেতাদের বিরুদ্ধে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করেছেন। এই আবহে কয়েকদিন আগেই তথাগতকে দল ছেড়ে দেওয়ার নিদান দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। আর দিলীপের এহেন নিদানের জবাবে আরও বিস্ফোরক হন তথাগত।

গত ৮ নভেম্বর এক টুইটে তিনি লেখেন, 'টুইটে তিনি লিখেছেন, 'বেকারি, দলবাজি, তোলাবাজি, খুনখারাপি, সংখ্যালঘু তোষণ ইত্যাদি সমস্যায় মানুষ পর্যুদস্ত হয়ে বিজেপিকে চাইছিলেন। তা সত্ত্বেও বিজেপি কেন এরকম শোচনীয় ফল করল তা নিয়ে বিশ্লেষণ প্রয়োজন। কারা এর জন্য দায়ী তাও চিহ্নিত করতে হবে। আগেই করা উচিত ছিল, এখনও হতে পারে। কিন্তু এড়িয়ে গেলে চলবে না।'

এই টুইট টেনে এনেই এফআইআর করলেন সায়ন। তাঁর বক্তব্য, 'তথাগত বলছেন, তাঁর কাছে অনেক তথ্যপ্রমাণ রয়েছে। ফলে গোটা বিষয়টি সম্পর্কে সাধারণের মানুষের জানার অধিকার রয়েছে। তিনি যে আদানপ্রদানের কথা বলছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই মন্তব্যের মাধ্যমে একদিকে নারী পাচার আর অন্য দিকে অর্থ লেনদেনের কথা বলা হচ্ছে। তাই এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি তাই চাই, তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক পুলিশ।'

বাংলার মুখ খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.