ভয়াবহ আগুন ব্যারাকপুরে। সেটাও আবার বিরিয়ানির দোকানে। একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে। ব্যারাকপুরের ঘোষপাড়া রোডের লালকুঠি এলাকায় শপিং মল ও বিরিয়ানির দোকান একেবারে পাশাপাশি। আচমকাই সেখানে আগুন লাগে। এরপর আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে।
এদিকে কাছেই অতীন্দ্র সিনেমা হল। সেই সিনেমা হলের কাছেই বিরিয়ানির দোকান। শপিং মল। বিরিয়ানির দোকানের আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে একাধিক দোকান। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তারা কোনওরকমে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে কীভাবে আগুন লাগে তা নিয়ে তা যথাযথ জানা যায়নি। সম্ভবত শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা করেছে দমকল দফতর। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দারা, স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর কাজে হাত লাগান।
পাশেই অতীন্দ্র সিনেমার হল। তার পাশেই একের পর এক দোকান। জামাকাপড়ের দোকানও ছিল। তার উপরে দাউ দাউ করে আগুন জ্বলার ছবি ধরা পড়ে। এদিকে আগুনে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রচুর বাসিন্দা এলাকায় জড়ো হয়ে যান।