বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > লেকটাউনের জয়া সিনেমা হলে ভয়াবহ আগুন, আহত ২

লেকটাউনের জয়া সিনেমা হলে ভয়াবহ আগুন, আহত ২

লেকটাউনের জয়া সিনেমা হলে ভয়াবহ আগুন, আহত ২

সিনেমা হলের এক কর্মী জানিয়েছেন, ভবনের চার তলায় প্রথম আগুন দেখা দেয়। সেখানে একটি ঘরে থাকেন হলের নিরাপত্তারক্ষী ও তাঁর স্ত্রী। আগুনে আহত হয়েছেন নিরাপত্তারক্ষীর স্ত্রী।

লেকটাউনের জয়া সিনেমা হলে আগুন। শুক্রবার রাত ৯টা নাগাদ প্রথম আগুন দেখতে পান প্রেক্ষাগৃহেরই নিরাপত্তারক্ষী। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। ইতিমধ্যে আগুন গ্রাস করেছে গোটা সিনেমাহলকে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

সিনেমা হলের এক কর্মী জানিয়েছেন, ভবনের চার তলায় প্রথম আগুন দেখা দেয়। সেখানে একটি ঘরে থাকেন হলের নিরাপত্তারক্ষী ও তাঁর স্ত্রী। আগুনে আহত হয়েছেন নিরাপত্তারক্ষীর স্ত্রী। এছাড়া আরও একজন আগুনে দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। এর পর হলের ভিতরে ঢুকে ওই কর্মী দেখেন ধ্বংস হয়ে গিয়েছে ব্যালকনি ও রিয়ার স্টল।

ওদিকে আগুনের শিখা ক্রমশ ভয়াবহ হয়ে ওঠায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। লাগোয়া বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। লেকটাউনের ওই এলাকাতেই বাড়ি দমকলমন্ত্রী সুজিত বসুর।

 

বন্ধ করুন