বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bhawanipore Fire: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড শতবর্ষ পুরোনো ভবানীপুর সুইমিং ক্লাবে

Bhawanipore Fire: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড শতবর্ষ পুরোনো ভবানীপুর সুইমিং ক্লাবে

ভবানীপুরে ভয়াবহ আগুন

গতকাল রাত ১০টার সময় এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। এলাকার কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ও সেখানে পৌঁছন।

গভীর রাতে ভয়ানক এক অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল ভবানীপুর সুইমিং ক্লাব। জানা যায়, গতকাল রাত ১০টার সময় এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। এলাকার কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ও সেখানে পৌঁছন। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরে গভীর রাত পর্যন্ত দমকলকর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ অগুন লাগার বিষয়ে টের পান স্থানীয়রা। রাতের অন্ধকার ভেদ করে লেলিহান শিখা চোখে পড়ে তাঁদের। ততক্ষণে আগুনে পুড়ে গিয়েছে ক্লাবের আশেপাশের গাছগুলি। এরপরই তড়ঘড়ি অগ্নিকাণ্ডের বিষয়ে জানানো হয় দমকলবাহিনীকে। প্রসঙ্গত, ভবানীপুর সুইমিং ক্লাবের ভেতরে রয়েছে একটি জিম। তাছাড়াও বিভিন্ন ইন্ডোর গেমের ব্যবস্থা রয়েছে ক্লাবে। জিম এবং অন্যান্য ইন্ডোর গেমের ঘরগুলি কাঠ এবং টিনের তৈরি। এই কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, সেই বিষয়ে স্পষ্ট কোনও জবাব দিতে পারেনি দমকল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দমকলের রিপোর্ট প্রকাশ পেলে জানা যাবে অগ্নিকাণ্ডের আসল কারণ। আজ ঘটনাস্থলে ফরেনসিক দল যেতে পারে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মোটের ওপর আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও, কিছু ‘পকেটে’ গভীর রাত পর্যন্ত ধিকধিক করে আগুন জ্বলতে থাকে। এই আবহে কুলিং প্রক্রিয়া চালায় দমকল। এর আগে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন পৌঁছে গিয়েছিল। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও দু’টি ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে। এরপরই ক্লাবের বিভিন্ন ঘরের টিনের ছাউনি খুলে ফেলা হয়। চলে আগুন নেভানোর কাজ। এরপরই আগুনের তীব্রতা কমতে থাকে। পরে তা নিয়ন্ত্রণে আসে। তবে ক্লাবের ভেতরে পকেট ফায়ার ছিল তখনও। এই আবহে রাতেই সেই পকেট ফায়ার সম্পূর্ণরূপে নিভিয়ে কুলিং প্রক্রিয়া চালান দমকমলর্মীরা।

 

 

বাংলার মুখ খবর

Latest News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.