গার্ডেনরিচে আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি ঝুপড়ি। আজ শুক্রবার বেলা ১২ টা নাগাদ গার্ডেনরিচের পাহাড়পুর বস্তি এলাকায় আগুন লাগে। ঘটনায় ৩ টি ঝুপড়ি পুরে ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩ টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ফলে আগুন আশেপাশের ঝুপড়িগুলিতে ছড়াতে পারেনি। মাথার ছাদ হারিয়ে ফেলে কান্নায় ভেঙে পড়েছেন ঝুপড়ির বাসিন্দারা।
স্থানীয় এবং দমকল সূত্রে জানা গিয়েছে, ঝুপড়ির পাশে একটি গুদামঘর রয়েছে। সেখানে কাঠের উনুনে রান্না করা হচ্ছিল। সেখান থেকে কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে। যদিও আগুন লাগার কারণ এখনও জানতে পারেনি দমকল। তা খতিয়ে দেখা হচ্ছে। ঝুপড়িগুলি পাশাপাশি অবস্থিত হওয়ায় এবং তাতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে দমকল পৌঁছে যায়। তবে আগুন অন্যান্য ঝুপড়িগুলিতে ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পরে ঝুপড়ির বাসিন্দাদের তড়িঘড়ি ঘরের ভিতর থেকে বাইরে বের করে আনা হয়। তবে ঘরের ভিতরে থাকা জিনিসপত্র বাইরে বের করতে পারেননি বাসিন্দারা। ঘটনায় কেউ জখম না হলেও ঝুপড়ির ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। যার মধ্যে টাকা পয়সা আসবাবপত্র থেকে শুরু করে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র।
এদিকে, এদিন সকাল ১১ টা নাগাদ আগুন লাগে নিউটাউনে। সিটি সেন্টার ২–এর পিছনে থাকা বেশ কয়েকটি দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। পরে খবর দেওয়া হয় দমকলে। দুটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান, গ্যাস সিলিন্ডার থেকে এদিন প্রথমে একটি দোকানে আগুন লাগে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানগুলিতে। স্থানীয়রা তড়িঘড়ি পাশের আবাসন থেকে পাইপ লাইনের মাধ্যমে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থলে দমকল এসে পৌঁছয়। ততক্ষণে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। আপাতত দোকান মালিকদের অস্থায়ীভাবে থাকার জন্য ত্রিপল দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup