বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সবে ভিড় হতে শুরু করেছে, আচমকাই কলকাতা মেডিক্যাল কলেজে আগুনের শিখা

সবে ভিড় হতে শুরু করেছে, আচমকাই কলকাতা মেডিক্যাল কলেজে আগুনের শিখা

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

সূত্রের খবর, নিয়ম অনুসারে দমকলের দুটি ইঞ্জিন মেডিক্যাল চত্বরেই থাকে।

সপ্তাহের প্রথম দিন। সবে কলকাতা মেডিক্যাল কলেজে ভিড় হতে শুরু করেছে। আচমকাই বেলা ১১টা ১৫ মিনিট নাগাদ মেডিক্যালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের কাছ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এদিকে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। এদিকে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত কাজে নেমে পড়ে। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসির সর্ট সার্কিটের জেরেই ধোঁয়া বের হতে শুরু করেছিল। পরে অবশ্য পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠার আগেই দমকলের দুটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর, নিয়ম অনুসারে দমকলের দুটি ইঞ্জিন মেডিক্যাল চত্বরেই থাকে। তাদের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে দমকল আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু দমকলের প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। পাশাপাশি আগুন লাগার কারণও খতিয়ে দেখা হচ্ছে। এসিতে কোনও কারিগরি ত্রুটি রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। আগামী দিনে হাসপাতালে সর্ট সার্কিট থেকে যাতে এই ধরনের ঘটনা না হয় সেটাও দেখা হচ্ছে। তবে রোগীর পরিজনদের দাবি, আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। 

 

বন্ধ করুন