বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Fire in Kolkata: বড়বাজারে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল

Fire in Kolkata: বড়বাজারে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল

আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। নিজস্ব ছবি।

১২ টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে কারখানার গ্রাউন্ড ফ্লোরে। আগুন লাগে সেই সময় বড় বাজারে ব্যস্ততা ছিল চরমে। স্থানীয় মানুষজন আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে যান। কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

বড়বাজারে একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের ফলে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জামাকাপড়ে কারুকাজ করার জরি, পুঁতি, চুমকি প্রভৃতি ওই কারখানায় তৈরি করা হয়। সেই কারখানাতেই হঠাৎ আগুন লাগে।

দমকল সূত্রে জানা গিয়েছে, ১২ টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে কারখানার গ্রাউন্ড ফ্লোরে। আগুন লাগে সেই সময় বড় বাজারে ব্যস্ততা ছিল চরমে। স্থানীয় মানুষজন আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে যান। কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী কারণে আগুন লাগল সেটা খতিয়ে দেখার চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা। সেইসঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। দমকলবাহিনী সূত্রে খবর, আগুন বেশি ছড়াতে পারেনি। তবে ভিতরে কারও আটকে থাকার খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরীক্ষা করে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, দিন কয়েক আগে পার্ক সার্কাসের একটি দোকানে আগুন লাগে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দোকানটি। গ্যাস লিক করার ফলে আগুন লেগেছিল। তারও কিছুদিন আগে কোয়েস্ট মলের কাছে একটি আবাসনের দ্বিতলে আগুন লাগে। পার্ক সার্কাস এলাকায় কড়েয়া থানা এলাকায় সামসুল হুদা রোডের ওই বহুতলে আচমকাই আগুন লেগে যায়। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে, রবীন্দ্র সদনের এক্সাইড মোড়ে একটি টায়ারের শোরুমে আচমকাই আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে শোরুমের কর্মচারিরা দমকলে খবর দেন। ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন। এদিকে, পুরুলিয়ায় রাজ্য পুলিশের দফতরে আচমকা আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিল ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন