বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Fire Operator Recruitment Scam: আরও সময় চাইতেই ১০,০০০ টাকা জরিমানা! দমকলে নিয়োগ 'দুর্নীতিতে' ভর্ৎসনার মুখে PSC

Fire Operator Recruitment Scam: আরও সময় চাইতেই ১০,০০০ টাকা জরিমানা! দমকলে নিয়োগ 'দুর্নীতিতে' ভর্ৎসনার মুখে PSC

আরও সময় চাইতেই ১০,০০০ টাকা জরিমানা! দমকলে নিয়োগ 'দুর্নীতিতে' ভর্ৎসনার মুখে PSC। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই এবং হিন্দুস্তান টাইমস ফাইল)

Fire Operator Recruitment Scam: দমকলে নিয়োগ-দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। জরিমানা বাবদ কমিশনকে ১০,০০০ টাকা গুনতে হবে। সেইসঙ্গে মামলায় স্থগিতাদেশের মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানো হল।

হলফনামা জমা দিতে বাড়তি চাওয়া হয়েছিল। সেজন্য দমকলে নিয়োগ-দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। জরিমানা বাবদ কমিশনকে ১০,০০০ টাকা গুনতে হবে। সেইসঙ্গে মামলায় স্থগিতাদেশের মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানো হল।

দমকলে ফায়ার অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল পিএসসি। প্রায় ১,৫০০ কর্মী নিয়োগের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে রাজ্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন কয়েকজন চাকরিপ্রার্থী। পরবর্তীকালে তাঁরা হাইকোর্টে মামলা করেন। নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় হাইকোর্টে।

আরও পড়ুন: Fire Department hiring scam- দমকলে কর্মী নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি রাখল হাইকোর্ট

আজ হাইকোর্টে ফের মামলার শুনানি হয়। পিএসসির তরফে হলফনামা জমা দেওয়ার জন্য আরও সময় চায় পিএসসি। সেজন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়ে পিএসসি। হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, দ্রুত যাতে মামলার শুনানি হয়, সেই চেষ্টা করা হচ্ছে। বারবার শুনানি-পর্ব পিছিয়ে অনুচিত। সেই পরিস্থিতিতে পিএসসিকে ১০,০০০ টাকা জরিমানা করে হলফনামা পেশের জন্য বাড়তি দু'সপ্তাহ দিয়েছে হাইকোর্ট। তিন সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে। সেইসঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে।

কী দুর্নীতির অভিযোগ?

মামলাকারীদের দাবি, সংরক্ষিত প্রার্থীদের তালিকায় এক জেনারেল প্রার্থীর নাম তুলে দেওয়া হয়েছিল। একাধিক প্রশ্নেও ভুল ছিল। কিন্তু সেই বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। পাশাপাশি মৌখিক পরীক্ষায় পছন্দের প্রার্থীদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পিএসসি।

বন্ধ করুন