বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sujit Bose: আগুন নেভাতে ড্রোনের সাহায্য নেবে দমকল, মন্ত্রিসভার বৈঠকে জানালেন সুজিত বসু

Sujit Bose: আগুন নেভাতে ড্রোনের সাহায্য নেবে দমকল, মন্ত্রিসভার বৈঠকে জানালেন সুজিত বসু

দমকলমন্ত্রী সুজিত বসু। ফাইল ছবি

নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, দমকল দফতর আগামী ফেব্রুয়ারির মধ্যে ২টি ড্রোন কিনবে। আপাতত ৪টি ড্রোন কেনা হবে। প্রাথমিকভাবে প্রথম ২টি দিয়েই কাজ হবে। দমকলমন্ত্রী জানিয়েছেন, অনেক সময় আগুনের উৎস খুঁজে বের করতে সমস্যা হয়।

কলকাতায় প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে। সম্প্রতি কলকাতা পুরসভার সমীক্ষায় দেখা গিয়েছে শহরে ৬০০–এর বেশি কারখানা রয়েছে যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেয়। তারওপর বহু এলাকা রয়েছে যেখানে আগুন লাগলেও উৎস খুঁজে পাওয়া সম্ভব হয় না। এই অবস্থায় ড্রোনের সাহায্য নিলে সে ক্ষেত্রে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে। তাই আগুন নেভাতে ড্রোনের ব্যবহার করবে দমকল দফতর। এমনটাই জানিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, দমকল দফতর আগামী ফেব্রুয়ারির মধ্যে ২টি ড্রোন কিনবে। আপাতত ৪টি ড্রোন কেনা হবে। প্রাথমিকভাবে প্রথম ২টি দিয়েই কাজ হবে। দমকলমন্ত্রী জানিয়েছেন, কলকাতা শহরের ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষেত্রে আগুনের উৎস খুঁজে বের করতে সমস্যা হয়। সেক্ষেত্রে ড্রোনের নজরদারি চললে আগুনের উৎস খুঁজে বের করা সম্ভব হবে এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

মন্ত্রিসভার বৈঠকে এদিন সুজিত বসু আরও জানান, কালীঘাট দমকল কেন্দ্রকে আরও আধুনিক করে তোলা হবে। এই দমকল কেন্দ্রটি কালীঘাট মন্দিরের আদলে গড়ে তোলা হবে। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট দমকল কেন্দ্রের নতুন ডিজাইনটি দেখেছেন। সেটা ওনার খুব পছন্দ হয়েছে। অর্থ দফতর ইতিমধ্যেই সেই কাজে সম্মতি দিয়েছে।’ দ্রুত সেই কাজ শুরু হয়ে যাবে বলে মন্ত্রী জানিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন