বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC leader: UP-তে ব্যারিকেড ভেঙে চলে যাচ্ছে বালি মাফিয়াদের গাড়ি, BJP-কে আক্রমণ TMC নেতাদের

TMC leader: UP-তে ব্যারিকেড ভেঙে চলে যাচ্ছে বালি মাফিয়াদের গাড়ি, BJP-কে আক্রমণ TMC নেতাদের

ফিরহাদ হাকিম ও মলয় ঘটক। ফাইল ছবি।

কলকাতা পুরসভার মেয়র ফিরাহাদ হাকিম থেকে শুরু করে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এই ভিডিয়ো টুইটারে পোস্ট করে শুভেন্দু, যোগীকে আক্রমণ করলেন। ফিরহাদ হাকিম ভিডিয়ো সহ পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এটাই উত্তরপ্রদেশ বিজেপি এবং যোগী মডেলের আসল রূপ।’

শিক্ষক নিয়োগে দুর্নীতি, গরু পাচারকাণ্ড, কয়লা পাচারকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এইসব নিয়ে তৃণমূলকে একের পর নিশানায় বিদ্ধ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরইমধ্যে উত্তরপ্রদেশের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বালি মাফিয়াদের একের পর এক গাড়ি টোল প্লাজার ব্যারিকেড ভেঙে চলে যাচ্ছে। এই নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে একযোগে আক্রমণ করলেন তৃণমূল নেতারা।

কলকাতা পুরসভার মেয়র ফিরাহাদ হাকিম থেকে শুরু করে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এই ভিডিয়ো টুইটারে পোস্ট করে শুভেন্দু, যোগীকে আক্রমণ করলেন। ফিরহাদ হাকিম ভিডিয়ো-সহ পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এটাই উত্তরপ্রদেশ বিজেপি এবং যোগী মডেলের আসল রূপ।’ এরপরে শুভেন্দু অধিকারীকে ট্যাগ করে ফিরহাদ লেখেন, ‘আপনি কেন বাংলায় বালি পাচার নিয়ে চিৎকার করছেন? যেখানে উত্তরপ্রদেশে আপনার নিজের দলই ভালো নয়।’ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘যারা কাচের ঘরে বাস করে তাদের অন্যের উপরে পাথর ছোড়া করা উচিত নয়।’

একইভাবে শুভেন্দু অধিকারী এবং যোগী আদিত্যনাথকে আক্রমণ করেছেন মলয় ঘটক। শুভেন্দুকে তাঁর কটাক্ষ, বালি খাদান নিয়ে বড় বড় ভাষণ না দিয়ে নিজেরা একটু পবিত্র হন। এটাই যদি যোগী মডেলের বাস্তব রূপ হয় তাহলে মুখ্যমন্ত্রীর নাকের নীচে যে আরও কত কিছু চলছে তা সহজেই অনুমান করা যায়। নিজেদের নির্দোষ বলে দাবি করবেন না।’

উল্লেখ্য, উত্তরপ্রদেশের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেটি আসলে একটি টোল প্লাজার সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যাচ্ছে, আগ্রার একটি টোল প্লাজার ব্যারিকেড ভেঙে পরপর চলে যাচ্ছে বালি ভর্তি ১৩ টি ট্রাক্টর। আর সেই লরি চালকদের আটকানোর চেষ্টা করছেন টোল প্লাজার কর্মীরা। ঘটনাটি গতকাল রবিবারের। অনুমান করা হচ্ছে, এই সমস্ত ট্রাক্টরগুলি স্থান স্থানীয় বালি মাফিয়াদের। ঘটনার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।

বন্ধ করুন